আমাদের ভারত, ২২ অক্টোবর: “ইসলামের সঙ্গে অন্য ধর্মের মূল প্রভেদ হচ্ছে, অন্য সব ধর্মই যুগের সঙ্গে তাল রেখে চলে।” মঙ্গলবার এই মন্তব্য করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।
এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, “হিন্দুধর্মে একসময় সতীদাহ, নরবলি, অস্পৃশ্যতা ইত্যাদি কু-প্রথা ঢুকেছিল, আজ তা হিন্দুর চোখে ঘৃণ্য। খ্রিষ্টানরা জোয়ান অফ আর্ককে জ্যান্ত পুড়িয়ে মেরেছিল, আজকে সেটা তাদের চোখে ঘৃণ্য।
কিন্তু ইসলাম এক অচলায়তন। চৌদ্দশো বছর আগে তাদের নবী যা করত বা বলত সেটা তারা আজ অনুসরণযোগ্য বলে মনে করে। তার বিশাল ফিরিস্তি আছে, শুধু দুটো বলি। কোনো নারী যদি ধর্ষিতাও হয়, তাহলেও সে বিবাহের বাইরে যৌনসংসর্গ করেছে বলে তাকে পাথর মেরে খুন করার বিধান আছে। একজন পুরুষ সাক্ষীর সাক্ষ্যের সমান দুইজন নারীর সাক্ষ্য।
কিন্তু এর মধ্যে বিশাল ভণ্ডামিও যাচ্ছে। নবীর সময় মসজিদ থেকে চেঁচিয়ে আজান দেওয়া হত, এখন কেন লাউডস্পিকার ব্যবহার হয়? তখন সবাই উট চড়ে যাতায়াত করত, এখন কেন মোটরগাড়ি চড়ে?”