বিশ্বজিৎ রায়, হাওড়া, ২৬ এপ্রিল: শনিবারের ভিড় থেকে শিক্ষা নিয়ে রবিবার সকাল থেকে হাওড়া শহরের বাজারগুলি উচ্ছেদে নামলো পুলিশ। বাজারগুলিতে ভিড় হওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিল। হাওড়ার সবচেয়ে বড় কোয়ারের্ন্টিন সেন্টার ডুমুরজোলা স্টেডিয়াম সংলগ্ন বসা নতুন বাজার, আন্দুল রোডের উপর হাঁসখালি পোলের উপর প্রায় এক কিমি লম্বা একা জুড়ে বাজার, রামরাজাতলার শংকরমঠ এলাকার বাজার তুলে দিল পুলিশ।
শনিবার মানুষকে এই বাজারগুলি থেকে সরাতে হিমসিম খেয়েছিল পুলিশ। এদিন বাজার সরাতে সক্রিয় ছিল পুলিশ। এছাড়া এদিন হাওড়া -হুগলীর সব সীমান্ত বন্ধ করে দেওয়া হয়। করোনা নিয়ে রেড জোনে থাকা হাওড়া শহরে পুলিশী সক্রিয়তা এদিন ছিল দেখার মত ।

