ছুটির নির্দেশ প্রত্যাহার করে অবিলম্বে স্কুল খোলার দাবি অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের

আমাদের ভারত, ১৪ জুন: মুখ্যমন্ত্রী কর্তৃক পুনরায় স্কুলে ১১ দিনের ছুটি ঘোষণার তীব্র নিন্দা করল অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠন। ছুটির নির্দেশ প্রত্যাহার করে অবিলম্বে স্কুল খোলার দাবি করল তারা।

মঙ্গলবার সংগঠনের রাজ্য সম্পাদক কল্পনা দত্ত প্রতিক্রিয়ায় বলেন, “মুখ্যমন্ত্রীর স্কুলের ছুটি আরও ১১ দিন বৃদ্ধির ঘোষণায় আমরা অভিভাবকরা বিশেষ করে মায়েরা ভীষণভাবে উদ্বিগ্ন। দীর্ঘ অতিমারিতে সন্তানদের স্কুলে যাওয়ার অভ্যাসটায় চলে গিয়েছিল। যখন তা ফিরে আসছিল তখন প্রথমে দেড় মাস তারপর আবার ১১দিন ছুটিতে তার ছন্দপতন হল। ক্লাস চললে তাদের মধ্যে যতটুকু পড়াশোনার ইচ্ছা বা তাড়না তৈরি হয় ছুটি থাকলে কার্যত তা সম্পূর্ণভাবে বিপর্যস্ত হয়। সর্বাপেক্ষা উদ্বেগের কারণ হল বাড়িতে অলস অবস্থায় থাকতে থাকতে তারা মোবাইলে আসক্ত হয়ে পড়ছে যা গরম জনিত কারণে স্বাস্থ্যহানির থেকে মানসিক স্বাস্থ্যের পক্ষে অনেক বেশি ক্ষতিকর। আমরা এই অযৌক্তিক ছুটির নির্দেশ প্রত্যাহার করে অবিলম্বে স্কুল খোলার দাবি করছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *