সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৯ অক্টোবর: উত্তরবঙ্গের বন্যাত্রাণের জন্য বাঁকুড়া শহরের জুনবেদিয়া মোড়ে আজ এলাকার ক্ষুদ্র ব্যাবসায়ী ও পথচলতি মানুষজনের কাছে ত্রাণ সংগ্রহে পথে নামেন সারা ভারত শান্তি ও সংহতি সংস্থার(AIPSO’র) প্রবীণ ও নবীন সদস্যরা।
“উত্তরবঙ্গের বন্যায় ও পাহাড়ের ধ্বসে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে মুক্ত হস্তে সাহায্যের আবেদন জানান তারা। ত্রাণ বন্টনে পক্ষপাতিত্ব বন্ধ করার ও “বন্যা ও ধ্বসে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে পুনর্বাসনের দায়িত্ব সরকারকে নেওয়ার দাবি জানিয়ে বক্তব্যও রাখেন তারা। এছাড়াও সমাজসেবী সংস্থাগুলির ত্রাণের কাজে মুখ্যমন্ত্রীর বিধিনিষেধেরও কঠোর সমালোচনা করেন তারা। এলাকার সমস্ত মানুষ ও পথচলতি মানুষজন সাহায্যের হাত বাড়িয়ে দেন।
এই কর্মসূচিতে নেতৃত্ব দেন প্রতীপ মুখার্জি, উদয় অধূর্য্য, বাবলু ব্যানার্জি, সুনীল পাত্র, তুষার হাজরা, মানস ভট্টাচার্য, গৌতম গোস্বামী, আশিস পান্ডে প্রমুখ জেলা এআইপিএসও’র(AIPSO’র) নেতৃত্বরা।

