AIMF, আর্থিকভাবে দুর্বল সমাজের পাশে দাঁড়ানোর অঙ্গীকার ‘অল ইন্ডিয়া মিডিয়া ফাউন্ডেশনের’

আমাদের ভারত, কলকাতা, ১৫ সেপ্টেম্বর: আগামী দুর্গাপূজা, কালীপূজা, ছট পূজা, চিত্রগুপ্ত ভগবানের পূজা উপলক্ষে আর্থিকভাবে দুর্বল সমাজের পাশে দাঁড়ানোর চেষ্টায় ‘অল ইন্ডিয়া মিডিয়া ফাউন্ডেশন’ সোমবার এক আলোচনাচক্রের আয়োজন করে। বিভিন্ন কর্মসূচির কথা তাতে ঘোষণা করা হয়।

সংগঠনের সভাপতি মনমোহন প্রসাদ ছট পূজা উদযাপন উপলক্ষে পূজা সামগ্রী বিতরণ, দুর্গাপূজা, কালীপূজা উপলক্ষে বস্ত্র, কম্বল বিতরণ প্রভৃতির উল্লেখ করেন। আমন্ত্রিত অতিথি হিন্দ মজদুর কিষান পঞ্চায়েতের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সাধারণ সম্পাদক অশোক দাস গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিকতা বিষয়ে বলেন, “দেশের জন্য রাজনীতির নেতারা সংগ্রাম করেন। তার সুফল, সম্মান তারা পান। কিন্তু সাংবাদিক বন্ধুরা কি পান? তাঁদের উপযুক্ত সম্মান দেশের মানুষ, শাসক দল, রাজনৈতিক দল দেন না।

এই প্রসঙ্গে তিনি বলেন, জরুরি অবস্থার সময় কিছু সাংবাদিক অত্যাচার সহ্য করেছেন, জেলে গিয়েছেন। গৌরকিশোর ঘোষ, বরুণ সেনগুপ্ত, কুলদীপ নায়ার, অশোক সরকারের মত সংবাদ জগতের মানুষ তো বিরল। সমাজ দেশ, আমরা যাঁরা রাজনীতির সঙ্গে যুক্ত, তাঁদের প্রতি কি সেই সম্মান দেখিয়েছি?

অশোক দাস বলেন, “নেতাদের মূর্তি প্রতিষ্ঠা হয় স্মরণীয় হয়ে থাকার জন্য। কিন্তু অশোক কুমার সরকার, গৌরকিশোর ঘোষ, বরুণ সেনগুপ্তদের মূর্তি কেন কলকাতার রাজপথে প্রতিষ্ঠা হবেনা, সেটাও সাংবাদিক বন্ধুদের ভাবা দরকার।”

কলকাতার ভারত সভা হলে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের প্রধান মনমোহন প্রসাদ ও অশোক দাস ছাড়াও ছিলেন ফাউন্ডেশনের সহ সভাপতি সন্দীপ শেঠ, ফাউন্ডেশনের কার্যকরী কমিটির সদস্য মৌসুমী বিশ্বাস, মানবাধিকার কর্মী তপন মাইতি প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *