প খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৯ জানুয়ারি: ‘অল ইন্ডিয়া ইন্টার ইউনিভার্সিটি ওম্যানস্ ফুটবল টুর্নামেন্ট’ অর্থাৎ আন্ত:বিশ্ববিদ্যালয় মহিলা ফুটবলের সর্বভারতীয় স্তরের প্রতিযোগিতা শুরু হলো মেদিনীপুরে। এর আয়োজনের দায়িত্বে রয়েছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। দেশের বিভিন্ন প্রান্তের ১৬টি বিশ্ববিদ্যালয়ের মহিলা ফুটবল দল এই প্রতিযোগিতায় অংশ নেবে। প্রতিযোগিতা উপলক্ষে সাংস্কৃতিক বৈচিত্র্যের মেলবন্ধন ঘটাতেও উদ্যোগী হয়েছে বিশ্ববিদ্যালয়। প্রতিযোগিতা চলাকালীন মাঝে একদিন সাংস্কৃতিক অনুষ্ঠানও হবে। অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা এতে যোগ দেবেন। নিজ নিজ প্রদেশের সংস্কৃতির সুরেলা সংমিশ্রণ ঘটাবেন।
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুশান্ত চক্রবর্তী বলেন, “শুধুমাত্র খেলার মধ্যেই আমরা আমাদের সমস্ত কার্যকলাপ সীমাবদ্ধ রাখছি না। দেশের নানা প্রান্তের ১৬টি দল খেলছে। তারা বিভিন্ন ভাষাভাষির দল। তাদের বৈচিত্র্যও বিভিন্ন। আমাদের কিছু পরিকল্পনা রয়েছে, তার মধ্যে বাংলা এবং মেদিনীপুরের সংস্কৃতিকে আমরা তুলে ধরব। অন্য রাজ্যের যে সংস্কৃতি রয়েছে, সেটাকেও মেদিনীপুরবাসীর কাছে তুলে ধরব।”
উপাচার্য বলেন, দেশে প্রায় ৯৮০টি বিশ্ববিদ্যালয় রয়েছে। এরমধ্যে আমাদের বিশ্ববিদ্যালয়কে প্রতিযোগিতাটি আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে। এ রকম একটি সর্বভারতীয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে মেদিনীপুরে।
এই প্রতিযোগিতার সূচনা হয় ৮ জানুয়ারি সোমবার জানুয়ারি। এদিন শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা হয়। খেলা হবে ৯ থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত। কয়েকটি খেলা হবে বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামে, কয়েকটি খেলা হবে শহরের অরবিন্দ স্টেডিয়ামে। ৪টি জোনের ১৬টি দল অংশ নিচ্ছে। সোমবার শোভাযাত্রা শেষে উদ্বোধনী অনুষ্ঠান হয় বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামে। ফাইনাল খেলা হবে বিশ্ববিদ্যালয়ের ক্ষুদিরাম বসু স্টেডিয়ামেই। সবমিলিয়ে প্রায় ৫০০ প্রতিযোগী আসছেন।
উপাচার্য বলেন, প্রায় ৫০০ জনের সমাগম হবে ক্যাম্পাসে। ওঁদের যথাযথ আতিথেয়তা দেওয়ার জন্য আমরা উদ্যোগী হচ্ছি। ১০ জানুয়ারি সাংস্কৃতিক অনুষ্ঠান হবে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে। ১১ জানুয়ারি ক্যাম্পাসে ফুড ফেস্টিভ্যাল আয়োজনের পরিকল্পনা রয়েছে।