স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদীয়া, ১৭ অক্টোবর:
সরকারি শূন্যপদ নিয়োগ ও প্যারাটিচার এবং সিভিক ভলান্টিয়ারদের স্থায়ীকরণ করার দাবি সহ ৯ দফা দাবিতে বিক্ষোভ মিছিল করল অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ইয়ুথ অর্গানাইজেশন। এব্যাপারে কেন্দ্র এবং রাজ্য সরকারের দমালোচনা করে নদীয়া জেলা শাসকের দপ্তরে ডেপুটেশন দিল।
এই সংগঠনের বক্তব্য, দেশজুড়ে কর্মসংস্থানের গভীর সংকট চলছে। অতি মারির সময়ে প্রায় ১৪ কোটির বেশি মানুষ কাজ হারিয়েছে। এরপর কেন্দ্রীয় সরকার রেলসহ রাষ্ট্রীয় সংস্থা বেসরকারিকরণের পথে হাঁটছে। অন্যদিকে রাজ্যে শিক্ষক নিয়োগের পরীক্ষা এসএসসি বন্ধ। সরকারি শূন্যপদ লক্ষ লক্ষ অথচ নতুন করে সেখানে কোনো নিয়োগ হচ্ছে না। তাই ৯ দফা দাবি নিয়ে জেলা শাসকের কাছে ডেপুটেশন দিল অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ইউথ অর্গানাইজেশন।
তাদের দাবি, সরকারি শূন্যপদে অবিলম্বে নিয়োগ,প্যারা টিচার ও সিভিক ভলান্টিয়ারদের স্থায়ীকরণ, পরিযায়ী শ্রমিকদের কাজ অথবা ৭৫০০ টাকা ভাতা সহ মদ নিষিদ্ধকরণ সহ একাধিক দাবিতে বিক্ষোভ দেখাল অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ইয়ুথ অর্গানাইজেশন। এরপর শুক্রবার নদীয়া জেলা শাসকের কাছে একাধিক দাবিতে তারা ডেপুটেশন দেন।