আমাদের ভারত, ১৯ ডিসেম্বর: মঙ্গলবার লোকসভার ৪৯ জন সাংসদকে সাসপেন্ড করার পর চলতি অধিবেশনে সংসদের দুই কক্ষ মিলিয়ে সাসপেনশনের মুখে পড়েন মোট ১৪১ জন বিরোধী সাংসদ। এই ঘটনায় অধিবেশন কক্ষ থেকে বেড়িয়ে ক্ষোভ প্রকাশের পাশাপাশি রাজ্যসভার চেয়ারম্যানকে বিচিত্র অঙ্গভঙ্গিতে নকল করে কটাক্ষ করেছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আর এই ঘটনাকে জাট সম্প্রদায়কে অপমান করা বলেই সরব হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক্স হ্যাণ্ডেলে লিখেছেন, “আমি সম্মানিত জাঠ সম্প্রদায়ের ভাই ও বোনদের আশ্বস্ত করতে চাই, বাংলার মানুষও পশ্চিমবঙ্গ রাজ্য থেকে নির্বাচিত একজন সাংসদের অসম্মানজনক এবং সম্পূর্ণ লজ্জাজনক আচরণে বিরক্ত। পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড় একজন কৃষকের পুত্র এবং সম্মানিত জাঠ সম্প্রদায় থেকে এসেছেন। তিনি সবচেয়ে শ্রদ্ধেয় একজন ব্যক্তি, কারণ তিনি পশ্চিমবঙ্গে তাঁর শাসনকালে সাংবিধানিক মূল্যবোধ, নিয়ম ও নিয়মাবলী সমুন্নত রেখেছিলেন। তাই তৃণমূল কংগ্রেস
(যা পরিবার ভিত্তিক দল) সাংসদ কল্যাণ ব্যানার্জি শুধুমাত্র ভারতের মাননীয় উপরাষ্ট্রপতিকে বিদ্রূপ করেননি।
সংসদ প্রাঙ্গণে যখন অন্য সংসদ সদস্যরা নির্লজ্জভাবে হাততালি দিচ্ছেন এবং উল্লাস করছেন তখন তাঁকে খারাপভাবে নকল করা কাম্য নয়। আগামী লোকসভা নির্বাচনে বাংলার জনগণ অবশ্যই এই কাজের জন্য সাংসদ এবং তার আঞ্চলিক পরিবার-ভিত্তিক দলকে শিক্ষা দেবে।

