আমাদের ভারত, মেদিনীপুর, ২৮ এপ্রিল: মেদিনীপুরের করোনা হাসপাতালে সোমবারের মৃত ব্যক্তির রিপোর্টও নেগেটিভ এসেছে। মেদিনীপুর শহরে ঢোকার মুখে অবস্থিত করোনা হাসপাতালে সোমবার মৃত্যু হয় খড়গপুর গ্রামীণ থানা এলাকার শ্যামরাইপুর গ্রামের বাসিন্দা অমৃত মুদির (৪৬)। শ্বাসকষ্টের উপসর্গ থাকায় মেদিনীপুর মেডিকেল কলেজ থেকে রবিবার তাকে ওই করোনা হাসপাতালে পাঠানো হয়। পরীক্ষার জন্য সোমবারই তার লালারস সংগ্রহ করা হলেও এদিন রিপোর্ট পাওয়া যায়নি। আজ মঙ্গলবার তার করোনা রিপোর্ট কোভিড- ১৯ নেগেটিভ এসেছে বলে পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানানো হয়েছে।
গত বৃহস্পতিবার একই উপসর্গে মৃত্যু হয়েছিল বিনপুর এক নম্বর ব্লকের বছর চব্বিশের তরুণী রাইমনি হেমরমের। কিন্তু ওই তরুণী সহ এ পর্যন্ত হাসপাতালে মৃত পাঁচজনেরই রিপোর্ট কোভিড- ১৯ নেগেটিভ এসেছে। রাজ্য স্বাস্থ্য দপ্তর গতকাল পূর্ব মেদিনীপুর জেলাকে রেড জোন ঘোষণা করলেও করোনা পরিস্থিতি তুলনা মূলকভাবে অনেকটাই ভালো বলে পশ্চিম মেদিনীপুরকে অরেঞ্জ এবং ঝাড়গ্রাম জেলাকে গ্রিন জোন হিসেবে উল্লেখ করেছে।