আমাদের ভারত, হুগলী, ২৪ এপ্রিল: করোনা আতঙ্কের মধ্যেই সকাল-সকাল ঢাকের আওয়াজ। ঢাক পেটানোর শব্দে ঘুম ভাঙল ডানকুনিবাসীর। তড়িঘড়ি জানালা দিয়ে উঁকি দিয়ে অনেকেই ঘাবড়ে গিয়েছিলেন। আবার বুঝি নতুন কোনও নির্দেশিকা। নাকি অবশেষে খুশির খবরটা তবে এলো বুঝি! ডানকুনি পুরসভার উপ-পৌরপ্রধান দেবাশীষ মুখোপাধ্যায় রীতিমতো ঢাক পিটিয়ে প্রচারে নামলেন নিজের এলাকা ১০ নম্বর ওয়ার্ডে। যেখানে সাধারণের উদ্দেশ্যে প্রচার করা হল আগামী কাল থেকে বাজার বন্ধ থাকবে অনির্দিষ্ট কালের জন্য। শুধু মাত্র ওষুধ ও মুদিখানার দোকান খোলা থাকবে বেলা বারোটা পর্যন্ত।
কোয়ান্টেন জোন হিসাবে চিহ্নিত হওয়ার পর থেকে উত্তরপাড়া থেকে চন্দননগর এলাকায় বিশেষ নজর দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। তাতে বাজারগুলি বন্ধ করার দিকেই জোর দেওয়া হয়েছে বেশীর ভাগ এলাকায়। সেই তালিকায় এবার ডানকুনি। আগামীকাল থেকে শুধু মাত্র ভ্যানে করে আসা ফেরি ওয়ালাদের থেকেই পাওয়া যাবে সবজি। অনেকেই বলছেন এবারে হয়তো বাইরে বেরনো মানুষের সংখ্যা কিছুটা হলেও কমবে। কিন্তু আদপে কাজ কতটা হবে তা নিয়ে সন্দিহান সকলেই।

