আমাদের ভারত, ২০ মে: কার্তিক মহারাজ-বিতর্কে তাঁর পাশে দাঁড়িয়ে প্রকাশ্য মন্তব্য করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।
সোমবার সন্ধ্যায় তিনি এক্স হ্যান্ডলে লিখেছেন,“হিন্দুত্রাতা স্বামী প্রদীপ্তানন্দ (কার্তিক মহারাজ) যুগ যুগ বেঁচে থাকুন। সংঘপ্রণেতা স্বামী প্রণবানন্দজীর আশীর্বাদধন্য ভারত সেবাশ্রম সংঘ হিন্দুজাতির উপর বরাভয় বর্ষণ করুন। সব হিন্দুবিরোধী শক্তি ধ্বংস হোক।”
এদিন সন্ধ্যায় অপর একটি এক্স হ্যান্ডলে তথাগতবাবু লিখেছেন, “একটি শিশুও জানে, ‘চোর’-এর বিপরীত শব্দ ‘সাধু’। সুতরাং একজন চোর যে সাধুদের বদনাম করবে তাতে আর বিচিত্র কী?”
এদিন সন্ধ্যায় তৃতীয় এক্স হ্যান্ডলে তথাগতবাবু লিখেছেন, “পরিতাপের বিষয়, কাজী নজরুল ইসলাম ছাড়া অন্যান্য বাঙালি মুসলমান মনীষীদের নামই মমতা-কোম্পানী জানে না। যেমন কাজী আব্দুল ওদুদ, এস ওয়াজেদ আলী, সৈয়দ মুজতবা আলী, বহরমপুরের রেজাউল করিম, ইত্যাদি। আমি একবার বসিরহাটের এক তৃণমূল নেত্রীকে জিজ্ঞাসা করেছিলাম, ডঃ মুহম্মদ শহীদুল্লাহের নাম শুনেছেন ? তিনি বললেন শোনেননি। অথচ ডঃ শহীদুল্লাহ একজন মহামহোপাধ্যায়, বিশাল পন্ডিত ও বসিরহাটেরই সন্তান।
বিশ্বাস করুন আর না করুন কিছু আসে যায় না, কিন্তু আমি মুসলমান বিরোধী নই। কিন্তু আমি প্রচন্ড হিন্দু-বিরোধী। অর্থাৎ মোহনদাস গান্ধীর যে ঘৃণ্য তত্ত্ব ছিল যে, মুসলমানরা হিন্দুদের মারতে এলে হিন্দুদের কর্তব্য পড়ে মার খাওয়া, তাতে আমি বিশ্বাস করি না। মারতে এলে ডবল জোরে প্রত্যাঘাত করতে হবে। যেমন গোধরা হত্যাকাণ্ডের প্রতিবাদে গুজরাটে হয়েছিল।”