Aadhaar, CM, Sukanta, টেকনিক্যাল সমস্যা! সোমবার রাতের মধ্যে সব আধার কার্ড চালু হয়ে যাবে, সন্দেশখালি থেকে নজর ঘোরাতে মু্খ্যমন্ত্রী ভয় দেখাচ্ছেন: সুকান্ত

আমাদের ভারত, ১৯ ফেব্রুয়ারি: সোমবার রাতের মধ্যে বন্ধ হয়ে যাওয়া সমস্ত আধার কার্ড চালু হয়ে যাবে। আজ সাংবাদিক বৈঠক করে এমনটাই আশ্বাস দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সোমবার তিনি জানান, আধার কার্ড নিয়ে কিছু টেকনিক্যাল সমস্যা হয়েছে, আর সেটাকে হাতিয়ার করে মুখ্যমন্ত্রী আসলে সন্দেশখালি থেকে নজর ঘোরানোর চেষ্টা করছেন।

সুকান্ত বাবু জানান, “আধার নিয়ে বেশ কিছু জেলায় বেশ কিছু সমস্যা হয়েছে। কিন্তু তাকে হাতিয়ার করে মুখ্যমন্ত্রী ও তার সাঙ্গ-পাঙ্গরা সন্দেশখালি থেকে নজর ঘোরানোর চেষ্টা করছে, ভয় পাওয়ানোর চেষ্টা করছে। আমি রাজ্য বিজেপির সভাপতি হিসেবে পশ্চিমবঙ্গবাসীকে আশ্বস্ত করতে চাই। আমি রেলমন্ত্রী, তথ্য-প্রযুক্তি মন্ত্রী ও আধারের দায়িত্বে থাকা কেন্দ্রীয় সচিবের সঙ্গে কথা বলেছি। কারোর বিন্দুমাত্র ভয় পাওয়ার কোনো কারণ নেই। সোমবার রাতের মধ্যে সমস্ত তথাকথিত ডি-অ্যাক্টিভেটেড আধার কার্ড আবার চালু হয়ে যাবে। কোনো আধার কার্ড বাতিল হবে না।

একই সঙ্গে সুকান্তবাবু রাজ্য পোর্টাল উপেক্ষা করার পরামর্শ দিয়ে বলেন, “মুখ্যমন্ত্রী একটা পোর্টাল খুলেছেন বলে শুনতে পাচ্ছি। কোনো পোর্টালে কোনো অভিযোগ জানানোর দরকার নেই। যদি আজ রাতের পরেও কারোর আধার কার্ড ডিঅ্যাক্টিভেটেড থাকে, তাহলে তিনি আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমরা দায়িত্ব নিচ্ছি, আপনাদের আধার কার্ড অ্যাক্টিভেটেড করে দেবো। আজ রাতের মধ্যে সবার সব সমস্যার সমাধান হয়ে যাবে।”
একই সঙ্গে তাঁর আরও পরামর্শ, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মিথ্যা অপপ্রচার থেকে দূরে থাকুন।

প্রসঙ্গত, রবিবার বীরভূমে তথাকথিত প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী কেন্দ্রের সমালোচনা করে বলেন, কোন অধিকারে কাউকে জিজ্ঞাসা না করে তার আধার কার্ডের লিঙ্ক কেটে দিচ্ছে? লজ্জা করে না। ইলেকশনের আগে সাধারণ মানুষ যাতে ব্যাঙ্কের লোন না পায়, ফ্রি’তে রেশন না পায়, লক্ষ্মীর ভান্ডার না পায়, তার জন্য এই চক্রান্ত করা হয়েছে। আজ মু্খ্যমন্ত্রীর এই অভিযোগের পাল্টা জবাব দিয়ে দিলেন বঙ্গ বিজেপি নেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *