ফের ১০০ দিনের কাজে সেরা আলিপুরদুয়ার

আমাদের ভারত, আলিপুরদুয়ার, ২ নভেম্বর:
উত্তরবঙ্গের সবকটি জেলা শুধু নয় এবার রাজ্য ও দেশের মধ্যেও ১০০ দিনের কাজে রেকর্ড পরিমাণ শ্রমদিবস তৈরি করে মানুষের হাতে কাজ তুলে দিয়ে সেরা আলিপুরদুয়ার জেলা।

উল্লেখ্য, ২০১৯ সালেও উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে সেরার তকমা ছিল নতুন জেলা আলিপুরদুয়ারের। জেলা প্রশাসনের তরফে সোমবার যে তথ্য তুলে ধরা হয়েছে, তাতে দেখা যাচ্ছে, ২০২০- ২১ সালে ইতিমধ্যেই আলিপুরদুয়ারে ১,১০,০০, ৪১৬ শ্রমদিবস তৈরি হয়েছে। যদি গ্রাম পঞ্চায়েত হিসেবে ধরা হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে প্রতি পঞ্চায়েতে ১,৭০,৯৫২ শ্রমদিবস ছিল। যা ১০২.০৫ শতাংশ পর্যন্ত পৌছে গেছে লেবার বাজেট। যা একটা রেকর্ড। পাশাপাশি যদি প্রতি গ্রাম পঞ্চায়েতে পরিবার সংখ্যা বিবেচনায় রাখা হয়, তাহলে দেখা যাচ্ছে এবার প্রতি পঞ্চায়েতে ৩৮০৪টি বাড়িতে কাজ পৌঁছে গেছে। যা গোটা দেশের মধ্যে রেকর্ড। গড়পড়তা প্র‍তি বাড়িতে প্রায় ৪৫ দিন কাজ দেওয়া গিয়েছে। ২০২০সালের অক্টোবর মাস পর্যন্ত প্রায় ৩৫০ কোটি টাকা তুলে দেওয়া হয়েছে ১০০ দিনের কাজের সঙ্গে জড়িতদের হাতে।আলিপুরদুয়ারের

জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা বলেন,”জেলা ও ব্লক প্রশাসনের পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মিলিত উদ্যোগে আমরা সফল হয়েছি।ধারাবাহিক ভাবে এই সফলতা বজায় রাখার চেষ্টা করছি আমরা। “এদিকে এই রিপোর্ট সামনে আসার পরই আলিপুরদুয়ারের বিধায়ক সৌরভ চক্রবর্তী, আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধীপতি শিলাদাস সরকার, জেলা পরিষদের মেন্টর মোহন শর্মা সজ সকলেই শুভেচ্ছা জানিয়েছেন জেলা প্রশাসনকে। সৌরভ চক্রবর্তী বলেন,”আমাদের নতুন জেলার বয়স মাত্র ৬ বছর।তবে জেলা প্রশাসন যে মানুষের সবচেয়ে কাছে থেকে কাজ করছে তা আর একবার প্রমাণিত হল। কোভিড পরিস্থিতিতে যখন মানুষের হাতে অর্থ কম তখন ১০০ দিনের কাজে সাফল্য খুবই আনন্দ দিয়েছে আমাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *