আমাদের ভারত, কোচবিহার,২৩ ফেব্রুয়ারি: সিএএ’র সমর্থনে তুফানগঞ্জ শহরে প্রচারে নামলেন বিজেপি সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি আলী হোসেন। আজ সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি তুফানগঞ্জ শহরের সাত নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় মানুষের সঙ্গে জনসংযোগ স্থাপন করেন। তুফানগঞ্জ শহরের নম্বর ওয়ার্ডের জনসংখ্যার একটা বড় অংশ সংখ্যালঘু। তাই সংখ্যালঘুদের সিএএ নিয়ে যে ভীতি রয়েছে তা কাটাতেই এদিন তিনি সংখ্যালঘু এলাকাকেই বেছে নেন তিনি সিএএর প্রচারে।
এদিন আলী হোসেন বলেন, বিজেপি কোথাও বলেনি
সিএএর জন্য ভারতীয় মুসলমানদের সমস্যা হবে। তাঁর দাবি এই আইন শুধুমাত্র উদ্বাস্তু হিন্দুদের সুবিধা দেওয়ার জন্য, ভারতীয় মুসলমানদের বিপক্ষে নয়। তাঁর দাবি সাধারণ মানুষের থেকে ভালো সাড়া পাওয়া গেছে এই প্রচারে। এদিনের প্রচারে আলী হোসেন ছাড়াও উপস্থিত ছিলেন সংখ্যালঘু মোর্চার অন্যান্য নেতারা।
তবে এদিন বেশকিছু সংখ্যালঘু মানুষের প্রশ্নের সম্মুখীন হতে হয় আলী হোসেনকে, যেমন কেউ কেউ দাবি করেন সিএএ ও এনআরসি নিয়ে বিজেপি নেতারা একেক জন একেক রকম কথা বলছে। এই পরিস্থিতিতে কাকে বিশ্বাস করবে সংখ্যালঘুরা। এ বিষয়ে আলী হোসেনের জবাব “প্রশ্নটা খুবই প্রাসঙ্গিক, এই নিয়ে দলের সঙ্গে কথা বলব,”।
তবে সিএ এ নিয়ে তৃণমূল কংগ্রেস সহ বাম দলগুলি মানুষকে ভুল বোঝাচ্ছে, যার ফলে সংখ্যালঘুরা ভীত হয়ে পড়ছে। তবে অনেকেই আবার এই ষড়যন্ত্র টের পেয়ে গেছে, তারা আমাদের প্রচারে যথেষ্ট সাড়া দিচ্ছেন। ভুল বুঝিয়ে ও ভয় দেখিয়ে মুসলিম সমাজকে বিজেপি থেকে দূরে সরিয়ে রাখা যাবে না বলেও তিনি দাবি করেন। আলী হোসেনের সাথে কথা বলে আশ্বস্ত হন অনেকেই। আলী হোসেন জানিয়েছেন আগামী দিনে বিভিন্ন সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলগুলোতে এভাবেই প্রচার চালাবেন তিনি।