তৃণমূল বাঁচাতে ব্যস্ত পুলিশের ব্যর্থতায় পশ্চিমবঙ্গে বাড়ছে আলকায়দা: অধীর

রাজেন রায়, কলকাতা, ১৯ সেপ্টেম্বর: শনিবার সকালে
জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ-র হাতে ৬ জন আল কায়দা জঙ্গি ধরার পর থেকেই রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে। পুরো বিষয়টিই রাজ্য পুলিশের প্রশাসনিক ব্যর্থতা বলে দাবি করে ইতিমধ্যেই সরব হয়েছেন রাজ্যপাল থেকে শুরু করে একাধিক বিরোধী রাজনৈতিক দল। এবার আক্রমণ করতে ছাড়লেন না প্রদেশ কংগ্রেস সভাপতি তথা খোদ মুর্শিদাবাদের সাংসদ অধীর রঞ্জন চৌধুরীও। তার দাবি, বাংলায় পুলিশ নিষ্ক্রিয়তার আড়ালে বেড়ে উঠছে আলকায়দার মত জঙ্গি সংগঠনের কার্য কলাপ। বাংলার পুলিশ তৃণমূল বাঁচাতে ব্যস্ত, জঙ্গি নেটওয়ার্ক খোঁজার সময় কই?’

বস্তুত, খাস তার এলাকা থেকেই ধরা পড়েছে এই জঙ্গিরা অধীর বলেন, ‘এ ঘটনা যথেষ্ট উদ্বেগজনক। আল কায়দার মতো জঙ্গি সংগঠনের শিকড় বাকড় যদি বাংলায় গজাতে শুরু করে তা হলে বুঝতে হবে পরিস্থিতি ভয়ঙ্কর, ভয়াবহ। রাজ্যের পুলিশ প্রশাসনের কোনও নিয়ন্ত্রণ নেই।’

প্রদেশ কংগ্রেস সভাপতি বঙ্গে জঙ্গি সংগঠনের বেড়ে ওঠার পেছনে পুলিশ ও গোয়েন্দা ব্যর্থতার দিকে আঙুল তোলেন। তিনি বলেন, ‘ন্যূনতম গোয়েন্দা পরিকাঠামো কাজ করলে বাংলায় এ ধরনের কার্যকলাপ চলতে পারত না। ‘রাজনীতি করার জন্য বা এর ঘাড়ে ওর ঘাড়ে দোষ চাপানোর জন্য এ কথাগুলো বলছি না। বাংলায় পুলিশি ব্যর্থতার কথা দিনের আলোর মত পরিষ্কার। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আসলে পুলিশ দিয়ে দলের সাংগঠনিক কাজ করায়। কোন বিরোধী নেতাকে মিথ্যা মামলায় ফাঁসাতে হবে, কাকে চমকে তৃণমূলে আনতে হবে এসবই তাদের এখন কাজ হয়ে দাঁড়িয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *