সাথী দাস, আমাদের ভারত, পুরুলিয়া, ২২ মার্চ: বিশ্ব শান্তির বার্তা নিয়ে সাইকেলে যাত্রা শুরু করলেন বাঘমুন্ডির যুবক অক্ষয় ভকত। সাইকেল নিয়ে বিশ্বভ্রমণে বেরিয়েছেন তিনি। গন্তব্য দক্ষিণ আফ্রিকা, বার্তা দেবেন সবুজ এবং বিশ্ব পরিবেশ রক্ষার। সেই সঙ্গে ইউক্রেন সোভিয়েতের কাছে যুদ্ধ বন্ধ আর বিশ্ব শান্তির কাতর আবেদন রাখবেন তিনি। গর্বের সঙ্গে সারা বিশ্বে তিনি ছড়িয়ে দেবেন ভারতের সংস্কৃতি।
প্রত্যেক বাঙালি যুবকের মনের মধ্যেই একটা করে সুপ্ত ইচ্ছে লুকিয়ে থাকে। যে, প্রত্যন্ত গ্রামে বসেও স্বপ্ন দেখে দেশ দেখার, স্বপ্ন দেখে অ্যাডভেঞ্চারের। তবে কারোর কারোর ক্ষেত্রে সেটা স্বপ্নই থেকে যায়, আর খুব অল্প মানুষই মনের জোরে তাড়া করে বেড়ান সেই স্বপ্নটাকে। এরকমই একজন পুরুলিয়ার প্রত্যন্ত গ্রামের যুবক অক্ষয় ভকত।
পুরুলিয়ার বাগমুন্ডি ব্লকের বুড়দা গ্রাম। অযোধ্যা পাহাড় কোলের একেবারে প্রত্যন্ত এলাকার এই গ্রামেরই বাসিন্দা অক্ষয় ভকত। এই অজানা অচেনা গ্রামের ছেলে হয়েও, একেবারে ছোটও থেকেই তিনি স্বপ্ন দেখেছিলেন সাইকেল চালিয়ে নিজের দেশ ভারত ও গোটা বিশ্বকে ঘুরে দেখা। কিন্তু, স্বপ্নের পথে প্রধান বাধা ছিল তাঁর পরিবারের আর্থিক অনটন। যে গ্রামে যুবকরা হয় কৃষিকাজ নইলে চোটখাটো কাজকর্ম করে জীবন ধারণ করেন, সেখানে সাইকেল নিয়ে বিশ্বভ্রমণ ছিল দুঃসাহসিক স্বপ্ন। কিন্তু, ওই যে চাঁদের পাহাড়ের সঙ্করের মতো, কেউ কেউ নিজের স্বপ্নকে শেষ পর্যন্ত তাড়া করে বেড়ান। বুড়দা গ্রামের অক্ষয় ভকতও তাই। টাকা-পয়সা জমিয়ে ২০১৮ সালের মার্চ মাসেই তিনি প্রথমবার ভারত ভ্রমনে বেড়িয়েছিলেন। বাল্য বিবাহ রোধের বার্তা নিয়ে ৪০১ দিন ধরে সাইকেলে ভারতের বেশ কিছু অংশ ভ্রমণ করে ২০১৯ সালের ১০ এপ্রিল বাড়ি ফিরেছিলেন অক্ষয়। তারপর তিনবছর কেটে গিয়েছে। ফের টাকা-পয়সা জমিয়েছেন অক্ষয়। কোভিড মহামারিও অক্ষয়ের বিভিন্ন সমাজ সচেতনতার বার্তা নিয়ে বিশ্ব ভ্রমণের স্বপ্নকে দাবিয়ে রাখতে পারেনি। আবার তিনি সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছেন, এবার লক্ষ্য আরও বড়- ‘বিশ্বভ্রমণ’। দিল্লি হয়ে তিনি যাবেন দক্ষিণ আফ্রিকায়।
খবর পেয়ে অভিভূত পুরুলিয়াবাসী। জেলার মানুষ কুর্নিশ জানিয়েছেন তাঁকে। সেইসঙ্গে তাঁর ভবিষ্যৎ যাত্রার জন্য তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন জেলাবাসী। তাঁর শুভানুধ্যায়ীদের মধ্যে শিল্পপতি নরেশ আগরওয়াল বলেন, “আমরা অক্ষয়কে নিয়ে গর্ব বোধ করি। প্রত্যন্ত এলাকায় থেকে এত গভীর ভাবনা দুঃসাহসের সামিল। ওর ইচ্ছে পূরণ হবেই।”