আমাদের ভারত, ব্যারাকপুর, ১৬ জুন: অখিল ভারতীয় সাফাই মজদুর ইউনিয়নের তরফে সাফাই কর্মীদের মজুরি বৃদ্ধি, স্থায়িত্বকরণ সহ আট দফা দাবি নিয়ে আজ ভাটপাড়া পৌরসভায় পৌর কর্তৃপক্ষের সাথে বৈঠক হয়। এর আগে প্রায় একাধিক দাবিতে পৌরসভার সামনে বিক্ষোভ দেখিয়েছিলেন পৌরসভার সাফাই কর্মীরা। সেই সময় চেয়ারপার্সন রেবা রাহার কাছে তারা তাদের স্মারকলিপি তুলে দিয়েছিলেন। সেই মতো পৌর প্রধানের অফিস থেকে মজদুর ইউনিয়নের অফিসে একটি নোর্টিশ দেওয়া হয়েছিল। যেখানে আজ তাদের বৈঠকে বসার কথা জানিয়ে ভাটপাড়া পুরসভায় ডাকা হয়েছিল। সেই মতো আজ পৌরপ্রধানের ঘরে অখিল ভারতীয় মজদুর ইউনিয়নের তরফে বিশেষ বৈঠক করা হয়। সেখানে একাধিক ইস্যু নিয়ে কথা হয় দু’পক্ষের মধ্যে।
জানা গিয়েছে, এদিন অখিল ভারতীয় সাফাই কর্মী ইউনিয়নের প্রতিনিধিরা যে সমস্ত দাবি গুলি নিয়ে বৈঠকে বসেন সেগুলি নিয়ে আগামী ১ আগস্টের মধ্যে মেনে নেওয়ার কথা পৌর কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে। তবে সেগুলি না মানা হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে বলেও জানিয়ে দিয়েছেন ইউনিয়নের প্রতিনিধিরা।
ভাটপাড়া পৌরসভার বিরুদ্ধে এদিন মারাত্মক দুর্নীতির অভিযোগ করা হয় অখিল ভারতীয় মজদুর ইউনিয়নের পক্ষ থেকে। এই সাফাই কর্মী ইউনিয়নের অভিযোগ, পৌরসভার কিছু অসাধু কর্মী বা আমলা আছেন যারা কিছু সংখ্যক সাফাই কর্মীদের দিয়ে কাজ করছেন কিন্তু দ্বিগুণ কর্মীর নাম দেখিয়ে মজুরি তুলে নিচ্ছেন যার ফলে আসল শ্রমিকরা বঞ্চিত হচ্ছেন তাদের প্রাপ্য অর্থ থেকে। এদিন ভাটপাড়ায় পৌরসভার সাফাই কর্মীদের বিভিন্ন দাবি নিয়ে পৌর কর্তৃপক্ষের সাথে বৈঠক করতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই বিস্ফোরক অভিযোগ করে।
এদিন ইউনিয়নের পক্ষ থেকে বলা হয় যে বিশাল পরিমাণে দুর্নীতি হচ্ছে নিয়োগের ক্ষেত্রে। তারা বলেন, “পৌরসভার যে কর্মীরা কিছু অধিকারীদের সাথে মিলে ৫ জন সাফাই কর্মীদের দিয়ে ১০ জনের কাজ করিয়ে নিচ্ছে। কিন্তু বেতন দেওয়ার সময় এদের বেশি কিছু দিচ্ছে না। অথচ ২০ জনের বেতন তুলে নেওয়া হচ্ছে। এতে আসল শ্রমিকরা কাজ ও বেতন কিছুই পাচ্ছে না। আমরা সেই দুর্নীতির কথা পৌর কর্তৃপক্ষের কাছে জানিয়েছি। তারাও এই বিষয়টি গুরুত্বের সাথে দেখছেন এবং প্রতিটি শ্রমিকের কেওয়াইসি করানোর ব্যবস্থা করছেন।” তবে ইউনিয়নের বাকি দাবিগুলি মানা না হলে বৃহত্তর আন্দোলন করা হবে সেটাও এদিন পৌর প্রধানকে জানানো হয় ইউনিয়নের তরফে।

