পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১ মে: আজ মে দিবস উপলক্ষে শ্রমিক সংগঠন এআইটিইউসির পক্ষ থেকে শহরের বিভিন্ন স্থানে সংগঠিত ও অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের নিয়ে শহিদ বেদীতে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়। বিকেলে এআইটিইউসি’র পক্ষ থেকে শ্রমজীবী মেহনতি মানুষদের নিয়ে একটি সভা হয়। সভাপতিত্ব করেন এআইটিইউসির জেলা কমিটির সদস্য মানিক পড়িয়া।
আলোচনা করেন বিশিষ্ট শিক্ষা আন্দোলনের নেতা তপন দাস, মূল আলোচনা করেন এআইটিইউসির রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য নিরঞ্জন মহাপাত্র।তিনি মে দিবসের ইতিহাস নিয়ে যেমন বলেন, তেমনি সেখান থেকে শিক্ষা নিয়ে শ্রমজীবী মানুষদের উপর ধনতান্ত্রিক ব্যবস্থার যে শোষণ জুলুম তার বিরুদ্ধে সমাজতান্ত্রিক বিপ্লবের পরিপূরক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।