চন্দননগরে বিপ্লবী কানাইলাল দত্তর মৃত্যু দিবস পালন এআইএসএ’র

আমাদের ভারত, হুগলী, ৩০ আগস্ট: চন্দননগরের বিপ্লবী তরুণ কানাইলাল দত্তর জন্ম ৩১ আগস্ট ১৮৮৮। ১৯০৮ সালের ১০ নভেম্বর মাত্র ২০ বছর বয়সে ফাঁসির মঞ্চে জীবন উৎসর্গ করেন। প্রতি বছর কানাইলাল বিদ্যামন্দির স্কুলের প্রাক্তনী, পাঠরত ছাত্ররা, চন্দননগরের মানুষ শ্রদ্ধার সঙ্গে এই দিনটি পালন করেন।

সোমবার লকডাউন তাই আজ ৩০ আগস্ট বামপন্থী ছাত্র সংগঠন এআইএসএ-র পক্ষ থেকে শহিদ কানাইলাল দত্তর জন্ম জয়ন্তী পালন করা হয়। শ্রমিক সংগঠক ও চন্দননগরের নাগরিক সমাজের প্রতিনিধিরাও এই কর্মসূচিতে যোগদান করে কানাইলাল দত্তর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। কানাইলাল দত্তর কর্মকান্ড ও আত্মত্যাগের বিষয়ে বক্তব্য রাখেন। এরপর স্বাধীনতা সংগ্রামের সমস্ত শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *