ট্রাফিক জ্যামে ফেঁসে নাজেহাল হবার দিন শেষ , ভারতে চালু হলো এয়ার ট্যাক্সি

আমাদের ভারত, ১৬ জানুয়ারি: দীর্ঘক্ষন ট্রাফিক জ্যামে ফেঁসে বসে থাকার দিন এবার হয়তো শেষ হতে চলেছে। কর্মস্থলে এবার হয়তো হাওয়ায় ভাসতে ভাসতে পৌঁছে যেতে পারবেন। আকাশে‌ মুক্ত বিহঙ্গের মত উড়ে একেবারে সময়মতো গন্তব্যে পৌঁছে দেবে‌ আপনাকে উড়ন্ত ট্যাক্সি বা এয়ার ট্যাক্সি। ভারতে প্রথম এয়ার টেক্সি চালু হলো চন্ডিগড়ে।এই এয়ার ট্যাক্সির উদ্বোধন করেছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর।

আগামী ১৮ জানুয়ারির মধ্যে এই এয়ার ট্যাক্সির প্রথম পরিষেবা শুরু হবে। এর প্রথম উড়ান হবে দেরাদুন পর্যন্ত। এরপর চন্ডিগড় থেকে দেরাদুন ও হিসার থেকে ধর্মতলা পর্যন্ত। এই উড়ান শুরু হবে ২৩ জানুয়ারি থেকে। খট্টর জানিয়েছেন সিমলা, কুলু ও হরিয়ানার আরোও অনেক জায়গায় এয়ার ট্যক্সি চালুর পরিকল্পনা রয়েছে তাদের।

এই এয়ার ট্যাক্সি আসলে একটি ছোটখাট এয়ারক্রাফট। ডবল ইঞ্জিন ও ৪ সিটের বিমান। ধিরে ধিরে এয়ার ট্যাক্সির পরিষেবা চালু হবে সারাদেশে। অন্তত ৩০০ রুট ঠিক করা হয়েছে এর জন্য। যানজট থেকে বাঁচতে খুব সহজেই যাতায়াত করা যাবে এতে।
এয়ার ট্যাক্সি যদি মেট্রো শহরগুলিতে চালু করা যায় তাহলে যাতায়াতের সময় প্রায় ৯০ শতাংশ কমে যাবে বলে মনে করা হচ্ছে।

এই এয়ার ক্রাফ গুলির মোটরে একাধিক বিশেষ ধরনের ইলেক্ট্রো ম্যাগনেটিক প্রযুক্তি থাকবে যা সাহায্য করবে আকাশসীমা কে মুক্ত রাখতে। তীব্র শব্দ হবে না।

শহরের উচু উচু বিল্ডিং-এর ছাদ গুলিকে এই এয়ার ট্যাক্সির লঞ্চিং প্যাড হিসেবে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে। সেখান থেকেই যাত্রীরা ওঠানামা করতে পারবেন। তবে এই এয়ারট্যাক্সির ভাড়া কত হবে তার সম্পর্কে এখনো সেভাবে জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *