Air India, Delhi, Washington, ভারত- আমেরিকা‌ শুল্ক সংঘাতের টানাপোড়েন, দিল্লি- ওয়াশিংটন সরাসরি বিমান পরিষেবা বন্ধের সিদ্ধান্ত এয়ার ইন্ডিয়ার

আমাদের ভারত, ১১ আগস্ট: শুল্ক সংঘাতকে কেন্দ্র করে আমেরিকা‌ ও ভারতের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন চলছে। তার মাঝেই বড় সিদ্ধান্ত নিল এয়ার ইন্ডিয়া। বন্ধ করা হচ্ছে দিল্লি ওয়াশিংটন সরাসরি বিমান পরিষেবা।

সংস্থার তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, আগামী ১ সেপ্টেম্বর থেকে এই রুটে কোনো বিমান চলাচল করবে না। কেন এই পরিষেবা বন্ধ করা হচ্ছে তার ব্যাখ্যা দেওয়া হয়েছে সংস্থার তরফে। বলা হয়েছে, বিমানের ঘাটতির কারণে এবং অন্যান্য পরিষেবা সচল রাখতে এই রুটে সমস্ত বিমান আপাতত বন্ধ রাখা হচ্ছে। পাশাপাশি আরও একটি কারণ হলো পাকিস্তানের আকাশ সীমা বন্ধ থাকার জেরে তৈরি হয়েছে সমস্যা।

সংস্থার তরফে জানানো হয়েছে, গত মাসে এয়ার ইন্ডিয়া ২৬টি বোয়িং ৭৮৭-৮ বিমানের আধুনিকীকরণের কাজ শুরু হয়েছে। যে কাজ ২০২৬ সালের শেষ পর্যন্ত চলবে। ফলে এই বিমানগুলি এখন পরিষেবা দিতে পারবে না। যার জেরে এয়ার ইন্ডিয়ার বিমানের ঘাটতি দেখা দিয়েছে। এই অবস্থায় অন্যান্য রুটে সঠিক পরিষেবা চালু রাখতে এই পদক্ষেপ।

এদিকে ভারত-পাক সংঘাতের জেরে দীর্ঘদিন ধরে বন্ধ পাকিস্তানের আকাশ সীমা। এই অবস্থায় বিমানগুলিকে অনেকখানি বেশি পথ পাড়ি দিতে হচ্ছে। যার ফলে বিমান পরিষেবা চালিয়ে যাওয়াও কঠিন হয়ে পড়ছে।

এই অবস্থায় ১ সেপ্টেম্বরের পর যারা এই রুটে যাওয়ার জন্য টিকিট বুক করেছেন তাদের জন্য বিকল্প ব্যবস্থা কিম্বা বুকিং- এর টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংস্থা।

তবে সরাসরি বিমান পরিষেবা বন্ধ হলে ওয়ান স্টপ অর্থাৎ এক জায়গায় বিমান বদল করে ভারত থেকে ওয়াশিংটন সহ আমেরিকার অন্যান্য জায়গায় পৌঁছাতে পারবেন যাত্রীরা। সেক্ষেত্রে এয়ার ইন্ডিয়ার সহযোগী সংস্থা আলাস্কা এয়ারলাইন্স, ইউনাইটেড এয়ারলাইন্স ও ডেল্টা এয়ারলাইন্সের মাধ্যমে ওয়ান স্টপের মাধ্যমে যাওয়া যাবে নিউইয়র্ক, শিকাগো, সান ফ্রান্সিসকো, ওয়াশিংটন ডিসিতে। এক্ষেত্রে যাত্রীদের লাগেজ তাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছবে।

তবে ভারত থেকে ওয়াশিংটন ডিসির মধ্যে সরাসরি বিমান পরিষেবা বন্ধ হলেও উত্তর আমেরিকার ভ্যানকুভার, টরেন্টো সহ ৬ শহরে সরাসরি বিমান পরিষেবা চালু থাকবে।

উল্লেখ্য, রাশিয়া থেকে তেল কেনাকে কেন্দ্র করে সাম্প্রতিক সময় ভারত- আমেরিকার মধ্যে কুটনৈতিক বোঝাপড়ার অভাব হয়েছে। তার দরুন ভারতের উপর ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছেন ট্রাম্প। সেই ঘটনার মাঝেই এই সরাসরি বিমান পরিষেবা বন্ধ হওয়ায় অনেকেই অন্য রাজনৈতিক ইঙ্গিত খুঁজতে শুরু করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *