আমাদের ভারত,২৮ ডিসেম্বর:২৬/১১ মুম্বাই হামলার পর বায়ুসেনা পাকিস্তানে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার আবেদন জানালেও তখ খারিজ করেছিল তৎকালীন সরকার , এমনটাই জানালেন প্রাক্তন বায়ুসেনা প্রধান বিএস ধানোয়া। কলেজ ছাত্রদের উদ্দেশ্যে বক্তব্য রাখার সময় এই কথা জানান বায়ুসেনা প্রধান।
২০০৮ সালে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার ক্ষমতায় ছিল। সেই সময় ২৬/১১ মুম্বাই হামলা হয়। কিন্তু তারপর জঙ্গি ঘাঁটি আক্রমণের আবেদন জানানো হলেও সরকার তা খারিজ করে দিয়েছিল। এটিকে সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত বলেই মন্তব্য করেছেন ধানোয়া।
তিনি বলেন,”২০০১ সালে জম্মু-কাশ্মীরে বিধানসভা হামলার পর থেকেই আমরা পাকিস্তানে জঙ্গি ঘাঁটিতে হামলা চালানোর জন্য প্রস্তুত ছিলাম। আমরা সংসদে হামলার পরও পাকিস্তানে জঙ্গি ঘাঁটিতে হামলা চালানোর অনুমতি চেয়েছিলাম। মুম্বাই হামলার পরেও সেই অনুমোদন চাই আমরা। কিন্তু সরকার দুবারই তা নাকচ করে দিয়েছিল।”
প্রাক্তন বায়ুসেনা প্রধান বলেন, মুম্বাই হামলার পর তৎকালীন সেনাপ্রধান সরকারকে জানিয়েছিলেন যে,” আমরা পাকিস্তানে থাকা জঙ্গি ঘাঁটিতে হামলা চালাতে প্রস্তুত। আমি নিজে পাক অধিকৃত কাশ্মীরে থাকা জঙ্গি ঘাঁটি গুলি সনাক্ত করেছিলাম। বায়ুসেনা সব সময় জঙ্গি ঘাঁটিতে হামলা চালাতে প্রস্তুত ছিল।”
সরাসরি দোষারোপ না করেও ধানোয়া বলেন,”আমি বলতে পারিনা যে সরকারের ইচ্ছা শক্তি ছিল না। এটা সত্যি যে এটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত। আমরা বায়ুসেনা তরফ এটাই মাথায় রেখেছি যে আমরা হামলা চালাতে প্রস্তুত আছি কিনা। তবে ২০০৮-এ ভারতীয় সেনার জন্য এই হামলা চালানোর সহজ ছিল কারণ পাকিস্তানের কাছে কোন উন্নত প্রযুক্তির যুদ্ধবিমান ছিল না। কিন্তু এ বিষয়ে সেই সিদ্ধান্ত নেন জাতীয় স্তরের নেতারা। বালাকোট অভিযানের সময় কেন্দ্রীয় নেতৃত্বে সিদ্ধান্ত নিয়েছিলেন এবং সেই অভিযান চালাতে সক্ষম হয়েছিল বায়ুসেনা।”