আমাদের ভারত, হাওড়া, ১১ নভেম্বর : সাধারণ মানুষের কাছে স্বল্পমূল্যে সুস্বাদু খাবার পৌঁছে দেওয়ার লক্ষ্যে বুধবার বিকেলে উলুবেড়িয়া ১ নং বিডিও অফিস প্রাঙ্গণে একটি শীতাতপ নিয়ন্ত্রিত ক্যান্টিন চালু হলো। পশ্চিমবঙ্গ স্বরোজগার কর্পোরেশন নিগম লিমিটেডের আর্থিক সহায়তায় তৈরি এই ক্যান্টিন বুধবার উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ স্বরোজগার কর্পোরেশন নিগম লিমিটেডের চেয়ারম্যান বিধায়ক পুলক রায়। সূত্রের খবর ৭ লক্ষ টাকা ব্যায়ে নির্মিত এই ক্যান্টিন পরিচালনা করবে স্বনিভর গোষ্ঠীর মহিলারা। এদিন ক্যান্টিন ছাড়াও ৩ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত একটি পরিশ্রুত পানীয় জলের মেশিনের উদ্বোধন করেন বিধায়ক পুলক রায়। এই মেশিন থেকে সাধারণ মানুষ ২ টাকার বিনিময়ে ১ লিটার জল সংগ্রহ করতে পারবেন।
এদিন বিধায়ক বলেন স্বরোজগার কর্পোরেশন নিগম লিমিটেডের পক্ষ থেকে এই ক্যান্টিন তৈরি করে দেওয়ার পাশাপাশি সমস্ত আনুষাঙ্গিক জিনিষপত্র কিনে দেওয়া হয়েছে। তিনি বলেন এর ফলে মহিলারা স্বনিভর হবে। বিধায়ক বলেন শুধু ক্যান্টিন পরিষেবা নয় আগামীদিনে হোম ডেলেভারীর ব্যাবস্থাও করা হবে।
এদিনের এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া ১ নং ব্লকেও বিডিও কার্তিক চন্দ্র রায়, উলুবেড়িয়া ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি সুলতানা বেগম, উলুবেড়িয়া পৌরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অভয় দাস সহ অন্যান্যরা।