শিক্ষা সংক্রান্ত বিভিন্ন দাবিতে পাঁশকুড়ায় ছাত্র সম্মেলন এআইডিএসও’র

পার্থ খাঁড়া, পূর্ব মেদিনীপুর, ১৯ এপ্রিল: রাজ্যের ৮২০৭ টি সরকারি স্কুল বন্ধ করে দেওয়ার প্রতিবাদ, স্নাতক স্তরে ৪ বছরের ডিগ্রি কোর্স চালু করার বিরুদ্ধে, মহিষাদলে পুর্নাঙ্গরূপে মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ের পঠন-পাঠনের কাজ শুরু ও জাতীয় শিক্ষানীতি ২০২০ বাতিল এবং সমস্ত ডিপার্টমেন্টে নিয়মিতভাবে ক্লাস করার দাবিতে আজ AIDSO পূর্ব মেদিনীপুর উত্তর সাংগঠনিক জেলার অন্তর্গত পাঁশকুড়া বনমালী কলেজ ছাত্র সম্মেলন অনুষ্ঠিত হয়।

আজকের সম্মেলনে মূল বক্তা হিসাবে উপস্থিত ছিলেন AIDSO পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য অভিষেক দেবনাথ। এছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য সুমন্ত শী, পূর্ব মেদিনীপুর উত্তর সাংগঠনিক জেলার আহ্বায়ক নিরুপমা বক্সী, পাঁশকুড়া ইউনিট সম্পাদিকা বিদিশা জানা। সম্মেলন থেকে শুভঙ্কর প্রামানিককে সভাপতি, রুপসোনা খাতুনকে সম্পাদিকা, প্রত্যুষা মাইতিকে অফিস সম্পাদক করে ২৮ জনের AIDSO পাঁশকুড়া বনমালী কলেজ কমিটি গঠিত হয়। সম্মেলন শেষে নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে আগামীদিনে আরও দুর্বার আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন সুমন্ত শী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *