আমাদের ভারত, মেদিনীপুর, ১৬ ডিসেম্বর: সোমবার দামিনী দিবসে পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে বামপন্থী ছাত্র সংগঠন এআইডিএসও।
১৬ ডিসেম্বর দামিনী দিবসে সারা দেশ জুড়ে ঘটে চলা নারী নির্যাতনের প্রতিবাদে এবং গতকাল রবিবার দিল্লির বুকে জামিয়া মিলিয়া ইসলামিয়ার গণতান্ত্রিক ছাত্র আন্দোলনের উপর পুলিশের গুলি চালানোর প্রতিবাদে সোমবার ছাত্র সংগঠন অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্ট অর্গানাইজেশনের আহ্বানে দেশ জুড়ে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে। তারই অঙ্গ হিসাবে ওই ছাত্র সংগঠনের পক্ষ থেকে আজ পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নানা কর্মসূচি নেওয়া হয়।
মেদিনীপুর শহরের রাজা নরেন্দ্রলাল মহিলা মহাবিদ্যালয়ে দামিনী স্মরণে শোক বেদীতে মাল্যদান করা হয় এবং জামিয়া মিলিয়া ইসলামিয়ার ঘটনার প্রতিবাদে কলেজের ছাত্রীরা মানববন্ধন করে। এছাড়াও বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় এবং মেদিনীপুর কলেজে কর্মসূচি পালন করা হয়েছে। রবিবারের ঘটনার প্রতিবাদে সোমবার বিকেলে মেদিনীপুর শহরে ছাত্রসংগঠনটির পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়।