অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১ ডিসেম্বর: বিশ্ব এইডস দিবসে সচেতনতার লক্ষ্যে এক বিশাল বর্নাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় ঝাড়গ্রাম জেলা স্বাস্থ্য দপ্তর থেকে। আজ
ঝাড়গ্রাম জেলার সিএমওএইচ প্রকাশ মৃদ্দা, ঝাড়গ্রামের তপসিয়ার বিএমওএইচ ডাঃ কে এন মাহাত, লালগড়ের বিএমওএইচ ডাঃমহেশ্বর মান্ডি সহ জঙ্গল মহলের বিএমওএইচ সহ সমস্ত অাধিকারিকরা সামনে থেকে নেতৃত্ব দেন। হাসপাতাল থেকে শোভাযাত্র বেরিয়ে শহর প্রদক্ষিণ করে। মাঝে পাঁচ মাথার মোড়ে রক্ত পরীক্ষা ও সচেতনতা শিবিরের উদ্বোধন করা হয়।
এইডস হলেও নিজে সুস্থ থাকা, সুস্থ শিশু জন্ম গ্রহন সহ একাধিক গুরুত্ত্ব পূর্ন বিষয় তুলে ধরা হয় এখানে। বিশাল শোভা যাত্রা দেখার জন্য রাস্তার দুপাশে ছিল মানুষের ভির।