Rail, Birbhum, লাভপুর ও কির্ণাহার স্টেশনে ডাইভার্টেড এক্সপ্রেস ট্রেনের স্টপেজের দাবি, চিঠি আহমদপুর-কাটোয়া রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের

আশিস মণ্ডল, আমাদের ভারত, বোলপুর, ২ ডিসেম্বর: আহমদপুর-কাটোয়া রেলপথে যাত্রী সুবিধার জন্য ফের দাবি জানালেন সাধারণ রেলযাত্রীরা। মঙ্গলবার লাভপুর রেলওয়ে স্টেশনে উপস্থিত হয়ে স্টেশন মাস্টারের হাতে একটি লিখিত আবেদনপত্র জমা দেয় আহমদপুর-কাটোয়া রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন।

উল্লেখ্য, আগামী ৬ ও ৭ ডিসেম্বর খানাজংশন এলাকায় চলমান কাজের জন্য বর্ধমান-সাহেবগঞ্জ লুপ লাইনে বেশ কয়েক জোড়া গুরুত্বপূর্ণ দূরপাল্লার ট্রেন কাটোয়া–লাভপুর– আহমদপুর রুট দিয়ে চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল। কিন্তু এই সমস্ত ট্রেনের কোনোটিরই স্টপেজ দেওয়া হয়নি ওই শাখায়। আহমদপুর- কাটোয়া রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিনের পক্ষ থেকে দাবি, “এই অঞ্চল বহু গুরুত্বপূর্ণ জনবসতির কেন্দ্র। এতগুলো এক্সপ্রেস ট্রেন সামনে দিয়ে যাবে, অথচ মানুষ সেই ট্রেন গুলিতে উঠতে-নামতে পারবে না, এটা সম্পূর্ণ অন্যায়।”

অ্যাসোসিয়েশন পক্ষে লাভপুরের বাসিন্দা সুবীর সেন, তীর্থ দেব মুখোপাধ্যায়, মহাবীর ঘোষ, জয়ন্ত চন্দ্র, নিতাই সূত্রধররা বলেন, “ঘুর পথে যাওয়ার সময় অন্তত দু’দিন সাময়িক স্টপেজ দিলে কথা সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্মভূমি লাভপুর, সতীপীঠ কঙ্কালীতলা এবং পার্শ্ববর্তী গ্রামগুলির যাত্রীদের ভীষণ উপকার হবে। আমরা লিখিতভাবে ডিআরএম হাওড়াকেও অনুরোধ করছি। রেল কর্তৃপক্ষ যাত্রীদের কথা একটু ভাববে এটাই আমাদের আশা।”

পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, যে ট্রেনগুলি ঘুরিয়ে দেওয়া হয়েছে সেগুলি হল— ১৩০৩১/৩২ হাওড়া–জয়নগর এক্সপ্রেস, ১২৩৪৫ সরাইঘাট এক্সপ্রেস, ১৩১৭৩/৭৪ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, ১৩১৫০ কাঞ্চনকন্যা এক্সপ্রেস।
স্টেশন মাস্টার জানান, তিনি চিঠিটি উচ্চতর দপ্তরের কাছে পাঠিয়ে দেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *