রাজ্য সরকারের কৃষি বিপণন বিভাগের ভ্রাম্যমাণ গাড়িতে ২৫ টাকা কেজি দরে আলু বিক্রি শুরু হল ব্যারাকপুর শিল্পাঞ্চলে

আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ৪ নভেম্বর : উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে বুধবার সকালে রাজ্য সরকারের কৃষি বিপণন বিভাগের পক্ষ থেকে ভ্রাম্যমাণ গাড়ি করে আলু এনে ন্যায্য মূল্যে ২৫ টাকা কেজি দরে নাগরিকদের মধ্যে আলু বিক্রি শুরু হল । বিভিন্ন বাজারে ও দোকানে বর্তমানে জ্যোতি আলু প্রতি কেজি ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে, চন্দ্রমুখী আলু বিক্রি হচ্ছে কমপক্ষে ৪৫ টাকা বা ৫০ টাকা কেজি দরে। সাধারন মানুষ যাতে ন্যায্য মূল্যে আলু কিনতে পারেন সেই জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের অন্যান্য জেলার সঙ্গে উত্তর ২৪ পরগনা জেলাতেও শুরু হয়েছে ন্যায্য মূল্যে আলু বিক্রি। মাত্র ২৫ টাকা কেজি দরে জ্যোতি আলু বিক্রি শুরু হয়েছে রাজ্য সরকারের কৃষি বিপনন বিভাগের পক্ষ থেকে। ব্যারাকপুরে দেখা গেল, রাজ্য সরকারের ভ্রাম্যমাণ গাড়ি থামতেই সাধারণ মানুষ মুখে মাস্ক পরে করোনা স্বাস্থ্য বিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে লাইন দিয়ে নিজেদের প্রয়োজন মত আলু কিনছেন। কৃষি বিপণন বিভাগের আলু বোঝাই গাড়ি ব্যারাকপুর বারাসাত রোডে রাস্তার পাশে দাঁড়িয়ে নাগরিকদের আলু বিক্রি করেছে এদিন।

কৃষি বিপণন বিভাগের কর্মীরা জানিয়েছেন, সাধারণ মানুষের সুবিধার্থে তারা বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ন্যায্য মূল্যে আলু বিক্রি করছেন। সাধারণ নাগরিকরা ভীষন খুশি ন্যায্য মূল্যে আলু কিনতে পেরে। প্রত্যেকেই বলছেন, “ন্যায্য মূল্যে আলু কিনতে পেরে সাধারণ মানুষ ভীষন উপকৃত হচ্ছে। বাজারে সবজির দাম আকাশ ছোঁয়া, সেখানে দাঁড়িয়ে আলু সেদ্ধ ভাত খেতে রাজ্য সরকার ন্যায্য মূল্যে যেভাবে আলু বিক্রির সিদ্ধান্ত নিয়েছে, তা প্রশংসনীয়। এই করোনা আবহে দাম বেড়েছে পেঁয়াজেরও। কেন্দ্র সরকার দায়ী পেঁয়াজের মূল্য বৃদ্ধি হওয়ায়। সকলেই চাইছেন অগ্নিমূল্য বাজারে সবজির দাম সাধারণ মানুষের হাতের নাগালে আসুক ।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *