জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগের উদ্যোগে “শষ্য পর্যায় ভিত্তিক কৃষি প্রশিক্ষণ শিবির আয়োজন করা হয় মণিদহ গ্ৰাম পঞ্চায়েতের আউসাবাঁদী গ্ৰামে। উপস্থিত ছিলেন মেদিনীপুর সদর পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রাবন্তী মন্ডল, বিডিও ফারজানা খানম, এডিএ ভিক্টর ব্যানার্জি ও মণিদহ গ্ৰাম পঞ্চায়েতের উপ প্রধান অঞ্জন কুমার বেরা।
ভারতের সবুজ বিল্পব আনয়ন(BGREF)প্রকল্পের মাধ্যমে ড্রাগন ফুড, খাঁকি কেম্বেল হাঁস, খড়্গেশ্বর মুরগি পালনের উদ্দ্যোগ গ্ৰহণ করা হয়েছে। মণিদহ পঞ্চায়েত এলাকার ৪৭টি আদিবাসী পরিবারের সদস্যদের নিয়ে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেন বিডিও ফারজানা খানম। কৃষি ও উদ্দ্যান পালন বিভাগের সহযোগিতায় এই প্রকল্প রূপায়ণের উদ্যোগ নেওয়া হয়েছে।