কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ১৩ নভেম্বর :
প্রয়োজনে কোভিড আক্রান্ত রোগীকে প্লাজমা দিতে রাজি তিনি এবং মানুষের পাশে তিনি আছেন এবং থাকবেন। এই কথা ফের জানালেন রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী। সম্প্রতি শুভেন্দু কোভিড আক্রন্ত থেকে সেরে উঠেছেন।
গতকাল বৃহস্পতিবার ঘাটাল পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে সংঘর্ষ ক্লাবের শ্যামা পূজার উদ্বোধনী অনুষ্ঠানে এসেছিলেন শুভেন্দু অধিকারী। যদিও তিনি ফিতে কাটেননি, ফিতে কাটেন তমলুক–ঘাটাল সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের সম্পাদক কৌশিক কুলভি।
শুভেন্দুবাবু বলেন, ক্লাবের ভাইরা তাদের সীমিত সাধ্যের মধ্যে পুজো করছেন। প্রয়োজনে তিনি তাদের সহায়তা করবেন। তিনি আশা প্রকাশ করেন, পরের বছর মহামারী থাকবে না। এবছর আদালত এবং সরকারের নির্দেশ মেনে চলার অনুরোধ করেন তিনি। স্বাস্থ্যবিধি মানা অর্থাৎ মাস্ক পরা, স্যানিটাইজার ব্যবহার করার কথাও তিনি বলেন। তিনি বলেন, মানুষের কাজ করতে হলে বড় পদে না থাকলেও চলে। যার সচেতনতা আছে, বোধ বুদ্ধি আছে সেই মানুষের কাজ করতে পারে। কারন মানুষ শব্দটির একটি অন্যতম অর্থ হলো যার হুঁস আছে সেই মানুষ। তিনি এদিন ওই অনুষ্ঠানে উপস্থিত সবাইকে তার আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।