আমাদের ভারত, কলকাতা, ১০ অক্টোবর: খিদিরপুরে সাম্প্রদায়িক আক্রমণে আহত মহিলাকে দেখতে হাসপাতালে গেলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল।
রবিবার খিদিরপুরে আক্রান্ত ইন্দ্রা ধনুককে ভর্তি করা হয়েছে ক্যালকাটা মেডিক্যাল রিসার্চ ইন্সটিট্যুটে। সোমবার তাঁকে দেখতে হাসপাতালে যান বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। ঘটনায় রাজ্যের নিস্ক্রিয়তার অভিযোগের পাশাপাশি দ্রুত কেন্দ্রীয় হস্তক্ষেপের দাবি করেছেন তিনি।
আরও পড়ুন
Noakhali. “মালাউন মেয়েগুলোর গন্ধ আমার ভালো লাগে, ব্রাহ্মণ হোক আর চাঁড়াল হোক আর কৈবর্ত, যাই হোক”
প্রসঙ্গত, মোমিনপুরে আক্রান্তদের পাশে দাঁড়ানোর চেষ্টা করতে গিয়ে বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার-সহ তিন নেতা গ্রেফতার হয়েছেন। এর কড়া সমালোচনা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মোমিনপুর কাণ্ডে “অশান্তি ছড়িয়ে যেতে পারে“ বলে প্রধানমন্ত্রীকে চিঠিতে হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি জাতীয় কর্মসমিতির সদস্য স্বপন দাশগুপ্ত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন শুভেন্দু অধিকারী।
প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় হুঁশিয়ারি দিয়েছেন, “অতীতের নোয়াখালী থেকে শিক্ষা না নেবার ফলেই বর্তমানের মোমিনপুর ঘটছে। আরো ঘটবে।”

রবিবার মোমিনপুরের স্থানীয় দুই গোষ্ঠী অশান্তিতে জড়িয়ে পড়ে। প্রথমে বচসা। পরে সময় যত গড়াতে থাকে, অশান্তি বিরাটাকার ধারণ করে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এলাকায় ব্যাপক ভাঙ্গচুর শুরু হয়। কাচের বোতল ছোঁড়াছুঁড়িও হয়। ঘটনায় অনেকেই আহত হন। আগুন লাগানোর অভিযোগও উঠেছে। পরিস্থিতি সামাল দিতে এলাকায় বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে। নামানো হয়েছে র্যাফ। সোমবারও নজরদারি চলছে।


