নীল বণিক, আমাদের ভারত, কলকাতা
করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভাপনেত্রী অগ্নিমিত্রা পাল। শনিবার রাতে তাঁর করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। যদিও তিনি উপসর্গহীন। ডাক্তারদের পরামর্শে গত দু’তিন দিন তিনি ঘরের মধ্যেই ছিলেন। রবিবার চিকিৎসকদের পরামর্শে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হতে পারেন। তার পরিবারের অন্যান্য সদস্যরা ভালোই আছেন। তারাও আগামী ১৫ দিনের জন্য হোম কোয়ারেন্টাইনে থাকবে বলে জানিয়েছেন তিনি।
রাজ্য বিজেপিতে প্রথম করোনা আক্রান্ত হয়েছিলেন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়। চিকিৎসায় সুস্থ হয়ে হুগলির সাংসদ ফের রাজনৈতিক কর্মকাণ্ডে যোগ দিয়েছেন। করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় আপাতত মহিলা মোর্চার কর্মসূচিতে যোগ দিতে পারবেন না অগ্নিমিত্রা। তবে সংগঠনের সদস্যাদের সঙ্গে যোগাযোগ রাখবেন তিনি। সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে ফোনেই মহিলা মোর্চার নেত্রীদের পরামর্শ দেবেন।