নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ১২ জুন : আত্মনির্ভর ভারতবর্ষ গঠনের বার্তা নিয়ে গড়িয়াহাটের ব্যাবসায়ীদের কাছে পৌছালেন মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী অগ্নিমিত্রা পাল। শুক্রবার কলকাতার গড়িয়াহাটে মাস্ক বিলি করার কর্মসূচি নিয়েছিল রাজ্য মহিলা মোর্চা। সকাল ১১টা নাগাদ দলের সদস্যদের নিয়ে পথচলতি মানুষের মধ্যে মাস্ক বিলি করেন অগ্নিমিত্রা পাল। তারসঙ্গে গড়িয়াহাটের ব্যাবসায়ীদের মধ্যেও মাস্ক বিলি করেন তিনি। মাস্ক বিলি করার সময় প্রধানমন্ত্রীর ডাক দেওয়া আত্মনির্ভর ভারতের কথা মানুষকে বোঝান।
তিনি বলেন, প্রধানমন্ত্রী আত্মনির্ভর ভারতের কথা বলে দেশকে অর্থনৈতিক দিক থেকে উন্নতি করতে চেয়েছেন। আমরা সবসময় বলি নিজের পায়ে দাঁড়াও। করোনার সময় দেশের অনেক ক্ষতি হয়েছে। সেই ক্ষতি দূর করে নিজেদের উঠে দাঁড়াতে হলে আমাদের আত্মনির্ভর হতে হবে। আলপিন থেকে স্বাস্থ্য সরঞ্জাম সবটাই দেশের ভিতর তৈরি করতে হবে আমাদের। তাহলেই ভারতবর্ষ অর্থনৈতিক দিক থেকে আরও শক্তিশালি হবে বলে গড়িয়াহাটের ব্যাবসায়ীদের বোঝান অগ্নিমিত্রা পাল।