Agnimitra Paul, দিনভর ধর্মীয় অনুষ্ঠানে ব্যস্ত অগ্নিমিত্রা

অশোক সেনগুপ্ত, আমাদের ভারত, ২২ জানুয়ারি: সোমবার বিভিন্ন জায়গায় যজ্ঞ, রামপুজো, নগর কীর্তন, দীপাবলী উৎসব ও আরতিতে অংশগ্রহণ করেন বিজেপি-র রাজ্য সাধারণ সম্পাদিকা ও বিধায়ক অগ্নিমিত্রা পাল।

অযোধ্যায় রাম মন্দিরের শুভ উদ্বোধন উপলক্ষে আসানসোল উত্তর বিধানসভার অন্তর্গত বুধা স্বরস্বতী মন্দিরে যজ্ঞে তিনি অংশগ্রহণ করেন।

বিজেপি সূত্রের খবর, এদিন সকাল ৮টায় আসানসোল দক্ষিণের ঊষাগ্রাম দয়াল আশ্রম থেকে কলস যাত্রা দিয়ে শুরু করেন অগ্নিমিত্রা পাল। এরপর সাড়ে ৯টায় মশিয়া বড়তলা বাজারে ও ১০ টায় বার্নপুর ২ নম্বর মণ্ডলে দুটি স্থানে রামপুজো। সওয়া ১১টায় বার্নপুর সুভাষপল্লী এবং ১২টায় ৩ নম্বর মণ্ডলে বুধা সরস্বতী মন্দিরে রামপুজো।

২টােয় ৩ নম্বর মণ্ডলে আরও একটি রামপুজোর পর অগ্নিমিত্রা পালের সূচিতে ৩টেয় জামুরিয়ায় ৪ নম্বর মণ্ডলে হাতিয়া শিবমন্দিরে এবং ৪টেয় ৪ নম্বর মণ্ডলে কাকোডাঙায় নগর কীর্তন ছিল। ৫ টায় রানিগঞ্জের সোলানা মন্দিরে এবং ৬টায় নরসমুন্দ ১ নম্বর মণ্ডলে রামপুজো, ৬টা ৪০-এ বুধা নজরা দুর্গামন্দিরে (২ নম্বর মণ্ডল) দীপাবলী উৎসব, ৭ টা ২০-তে শ্যামবাঁধ হনুমান মন্দিরে এবং ৮টায় কল্যাণপুর হাউজিংয়ে ছিল আরতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *