জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: ২০১৫-১৭ শিক্ষাবর্ষে ডিএলএড প্রশিক্ষণপ্রাপ্ত এবং টেট উত্তীর্ণ ৩০০ জন চাকুরিপ্রার্থী তাদের নিয়োগের দাবি তুলে আজ পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদে বিক্ষোভ দেখিয়েছেন।
তাদের অভিযোগ, ২০১৫-১৭ আরসিআই ব্যাচ যদি চাকরি পায় তাহলে ডবলুবিবিপিই বোর্ড থেকে ডিএলএড ট্রেনিং করা ২০১৪ সালের প্রাথমিক টেট পাস ২০১৫-১৭ সালে প্রশিক্ষণপ্রাপ্ত ব্যাচ বঞ্চিত হবে কেন? তাই চাকুরিতে নিয়োগ থেকে বঞ্চিত থাকা ৩০০ জন চাকুরী প্রার্থীকে অবিলম্বে নিয়োগের দাবিতে এদিনের বিক্ষোভ সংগঠিত হয়েছে বলে ডিএলএড প্রশিক্ষণপ্রাপ্ত এবং টেট পরীক্ষায় উত্তীর্ণ বিক্ষোভকারীরা জানিয়েছেন।