জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১০ ফেব্রুয়ারি: বাংলার যুবশক্তি খড়গপুর শাখার পক্ষ থেকে আজ পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরের ইন্দা পেট্রল পাম্পের সামনে পেট্রোপণ্য এবং রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। রাস্তায় মোটরসাইকেল ফেলে এবং গ্যাস সিলিন্ডার রেখে কয়েক ঘণ্টা ধরে চলে এই বিক্ষোভ। পরে পুলিশের হস্তক্ষেপে বিক্ষোভ কর্মসূচি তুলে নেওয়া হয়। বিক্ষোভ কর্মসূচিতে একটি পথ সভার ও আয়োজন করা হয়। যুবশক্তির খড়গপুর শাখার নেতৃত্ব কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির কঠোর সমালোচনা করে বক্তব্য রাখেন।