কোলাঘাটের বিদ্যুৎ কেন্দ্রের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ সাঁওতালডিতে

সাথী প্রামানিক, পুরুলিয়া, ৭ ফেব্রুয়ারি: কোলাঘাট থার্মাল পাওয়ার প্লান্টে ঘটনার প্রতিবাদ করে ধিক্কার জানানো পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উন্নয়ন নিগম কর্মচারী সংঘের সাঁওতালডি শাখা। শুক্রবার সাঁওতালডি তাপবিদ্যুৎ কেন্দ্রের চত্বরে এই প্রতীকী কর্মসূচি করেন তাঁরা। সংগঠনের শাখা সংগঠনের সম্পাদক রাজীব কুমার শ্রীবাস্তব জানান, “কোলাঘাটের ঘটনায় আমরা শঙ্কিত। এর তীব্রভাবে প্রতিবাদ জানাই।” এদিন প্রায় এক ঘন্টা ধরে এই কর্মসূচি পালন করেন তাঁরা।  অভিযুক্তকে চরম শাস্তির দাবি তুলে স্লোগান দেন তাঁরা।
       

কোলাঘাট থার্মাল পাওয়ার প্লান্টে বৃহস্পতিবার অস্থায়ী শ্রমিকদের একটি মিটিংয়ে গিয়ে থার্মাল পাওয়ার প্লান্টের সিকিউরিটি অফিসার এবং এক আধিকারিকের সঙ্গে গন্ডগোলে জড়িয়ে পড়েন তৃণমূলের শহিদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির সভাপতি দিবাকর জানা ও অন্যান্য নেতৃবৃন্দ।  এই ঘটনায় থার্মাল পাওয়ার প্লান্টের এইচআর ম্যানেজার সিদ্ধার্থ ঘোষ আহত হন।

এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে গতকাল রাত্রে শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ গৌরহরি মাঝিকে পুলিশ আটক করে থানায় নিয়ে আসে। পরে জিজ্ঞাসাবাদ করে তাকে গ্রেফতার করা হয় এবং এদিন তমলুক আদালতে তোলা হয়। তমলুক মহকুমা আদালতের  বিচারক ১৪ দিনের জেল হেফাজতে নির্দেশ দেন।
     

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *