আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ৫ মে : রেশনে সামগ্রী পরিমাণে কম দেওয়ার অভিযোগ ঘিরে বিক্ষোভ এবার পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিতে। কাঁথি ৩ নম্বর ব্লকের কুমিরদা গ্রাম পঞ্চায়েত এলাকার খড়িপুকুরিয়াতে রেশন দোকানে আজ বিক্ষোভ দেখায় স্থানীয় মানুষজন। তাদের অভিযোগ, চাল ও আটা কম দিচ্ছেন রেশন ডিলার। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন কুমিরদা গ্রাম পঞ্চায়েতের প্রধান বিজয়কৃষ্ণ বারুই। দেখা যায় বহু উপভোক্তাকে প্রাপ্য চাল ও আটা কম পরিমাণে দেওয়া হচ্ছে। বিক্ষোভের মুখে এবং স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধানের হস্তক্ষেপে নিজের ভুল স্বীকার করে নেন রেশন ডিলার। এরপর উপস্থিত অনেককেই তাদের পাওনা অতিরিক্ত চাল ও আটা দিতে বাধ্য হন অভিযুক্ত এই রেশন ডিলার।
বিক্ষোভের খবর পেয়ে ছুটে আসেন কাঁথি ৩ নম্বর ব্লকের খাদ্য দফতরের আধিকারিকরা। উত্তেজিত জনতার সামনে দাঁড়িয়ে অভিযুক্ত রেশন ডিলারের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন খাদ্য দফতরের আধিকারিক। উপযুক্ত শাস্তির আশ্বাস পাওয়ার পর বিক্ষোভ উঠে যায়।