স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২০ এপ্রিল:
সরকারি নির্দেশিকা না মেনে নির্দিষ্ট পরিমাণের থেকে কম চাল, ডাল এবং আলু দেওয়া হচ্ছে এই অভিযোগ তুলে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দিদিমণিকে ঘিরে বিক্ষোভ দেখাল স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার কৃত্তিবাস হাই স্কুল আইসিডিএস কেন্দ্রে।
সূত্রের খবর, এদিন বাচ্চাদের পরিবার পিছু ২ কেজি চাল এবং দু কেজি আলু ও ৩০০ গ্রাম ডাল দেওয়ার কথা ছিল। চলছিল খাদ্য সামগ্রী বিতরণ। স্থানীয়দের তরফে সন্দেহ হওয়ায় মেপে দেখলে দেখা যায় সরকারি নির্দেশিকা না মেনে কম চাল, ডাল দেওয়া হচ্ছে। এরপর বিক্ষোভ দেখায় তারা।
যদিও অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দিদিমণির দাবি, তিনি যেই ওজন মেশিনে খাদ্যসামগ্রী মাপছেন সেটি খারাপ থাকায় একটু ভুল হয়েছে। যাদের কম দেওয়া হয়েছে তাদের আবার নতুনভাবে খাদ্যসামগ্রী দেওয়ার কথা হলে বিক্ষোভ উঠে যায়।