সাথী প্রামানিক, পুরুলিয়া, ২১ মে: স্কুলে কোয়ারেন্টাইন সেন্টার হওয়ায় বিক্ষোভ দেখিয়ে পথ অবরোধ হল পুরুলিয়ার ঝালদার তুলিন গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে তুলিন জয়সিয়ারাম স্কুলে মহারাষ্ট্র থেকে আসা পুরুলিয়া জেলার বিভিন্ন ব্লকের পরিযায়ী শ্রমিকদের রাখা হয়। এই খবর পেয়ে তুলিনের গ্রামবাসীরা বিক্ষোভ দেখান। রাঁচি পুরুলিয়া রাজ্য সড়কের উপর জড়ো হয়ে প্রতিবাদ জানান তাঁরা।
গ্রামবাসীদের অভিযোগ, স্কুলে থাকা নলকূপ থেকে স্থানীয় বাসিন্দারা জল নেন। একমাত্র ভরসা স্কুল চত্বরে ওই গভীর নলকূপটি। এদিন সকালে জল নিতে গিয়ে তাঁদের নজরে আসে রেড জোন মহারাষ্ট্র থেকে আসা পরিযায়ী শ্রমিকদের রাখা হয়েছে ওই স্কুলে। ওই নলকূপ থেকে জল ব্যবহার করছেন পরিযায়ী শ্রমিকরা। তাই আতঙ্কে গ্রামবাসীরা জল নিতে পারছেন না।তাই গোটা গ্রামের বাসিন্দারা বিক্ষোভে ফেটে পড়েন। বিক্ষোভকারীদের অভিযোগ, রাত্রেই নিজের ব্লকে ওই পরিযায়ী শ্রমিকদের না পাঠিয়ে এখানে অকারণে তাঁদের রাখে প্রশাসন। এটা না করলে কোনও সমস্যা হতো না। কয়েক ঘণ্টা পরে পুলিশ পরিযায়ী শ্রমিকদের অন্যত্র নিয়ে যাওয়ার আশ্বাস দিলে বিক্ষোভ উঠে যায়। পরিস্থিতি স্বাভাবিক হয়।