সুশান্ত ঘোষ, উত্তর ২৪ পরগণা, ৭ জানুয়ারি: বেশ কিছুদিন ধরেই বেসরকারি স্কুলগুলোতে ফি কমানোর দাবিতে সোচ্চার হচ্ছেন অভিবাবকরা। লকডাউনে স্কুল বন্ধ থাকলেও কেন সম্পূর্ণ মাইনে নেওয়া হবে সেই নিয়ে উঠছে প্রশ্ন। শুক্রবার উত্তর ২৪ পরগনা অশোকনগর থানার আদর্শ বালিকা বিদ্যালয়ে এমনই চিত্র দেখা গেল।

অভিবাবকদের অভিযোগ, সরকারি নির্দেশিকা না মেনে অতিরিক্ত ফি নিচ্ছে স্কুল। এমনকি স্কুল ফি জমা না দিলে মিড-ডে মিলের চাল দেওয়া হচ্ছে না। সরকারি নির্দেশিকা এই কোভিড পরিস্থিতি এবং লকডাউনের ফলে যে ছাড় দেওয়ার কথা তা স্কুল কর্তৃপক্ষ দিচ্ছে না। এর জেরে এদিন দুপুর থেকে বিক্ষোভ চলে।

অশোকনগর আদর্শ বালিকা বিদ্যালয়ের অভিবাবক ঝুমা চৌধুরী বলেন, আমাদের কাছ থেকে সাড়ে ৭০০ টাকা করে নেওয়া হচ্ছে। মাঠ পরিষ্কার, টয়লেট পরিষ্কার ও কম্পিউটার ফি নেওয়া হচ্ছে। যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ২৪০ টাকা ভর্তির ফি দিতে হবে। কেন এত টাকা নিচ্ছে স্কুল কতৃপক্ষ? তাদের অভিযোগ, মিড ডে মিলের স্লিপ না দেখালে মিড-ডে মিল দিচ্ছে না। এই নিয়ে অশোকনগর আদর্শ বালিকা বিদ্যালয়ের সামনে অভিবাবকরা বিক্ষোভ দেখায়। প্রায় দুই ঘন্টা বিক্ষোভ চলার পর ঘটনাস্থলে অশোকনগর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

