আমাদের ভারত, কলকাতা, ২৬ সেপ্টেম্বর: দাবিপূরণের জন্য পুজোর আগেই আন্দোলনে নামছে অল বেঙ্গল চিট ফাণ্ড সাফারার্স অ্যাসোসিয়েশন। মঙ্গলবার সংগঠনের রাজ্য কর্মিসভা ভারত সভা হলে অনুষ্ঠিত হয়। ১৮টি জেলার ও ১৩১ ব্লকের নেতৃত্ব সেখানে উপস্থিত ছিলেন।
সংগঠনের রাজ্য সভাপতি রূপম চৌধুরী এই প্রতিবেদককে জানান, “কেন্দ্রীয় ও রাজ্য সরকারের প্রতিশ্রুতি মতো চিটফান্ড কেলেঙ্কারীতে ক্ষতিগ্রস্তদের টাকা ফেরত, সি বি আই, ইডির তদন্তের ষ্ট্যাটাস পেপার প্রকাশ, এখনও রাজ্যে নিত্য নতুন নামে ও এই কাজকর্ম চলা, শেয়ার বিক্রির জালিয়াতির মাধ্যমে জনগণের টাকা লুঠ করা হচ্ছে। অবিলম্বে উভয় সরকারকে দৃঢ় পদক্ষেপ নিয়ে জনগনের টাকা লুঠ বন্ধ করতে হবে প্রভৃতি ৫ দফা দাবিতে এই সভায় ভবিষ্যত কর্মসূচি নেওয়া হয়েছে।
(১) মুখ্যমন্ত্রীকে গণ ই মেল, সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন (ইতিমধ্যে গণ মেল ও মুখ্যমন্ত্রীকে সরাসরি ফোন আনুমানিক ৪৫ হাজার জন করেছেন,
(২) আগামী ১২ অক্টোবর রাজ্যের প্রতিটি ডি এম অফিসের সামনে অবস্থান। ১২ থেকে বিকাল ৪ টা পর্যন্ত। ওই দিন রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, সি বি আই / ইডি / সেবি র পূর্বাঞ্চলের অফিসে স্মারকলিপি দেওয়া হবে।
(৩) আগামী ২৩/২৪ নভেম্বর কলকাতায় ঐতিহাসিক অবস্থান।
(৪) ডিসেম্বর মাসে দিল্লির যন্তরমন্তরে অন্যান্য রাজ্যের সংগঠনের সাথে যৌথ অবস্থান কর্মসূচি নেওয়া হয়েছে।”

