আমাদের ভারত, নদিয়া, ৫ নভেম্বর: প্রাথমিক টেট উত্তীর্ণ ও ডিএলএড প্রার্থীদের নিয়োগের দাবিতে বৃহস্পতিবার কৃষ্ণনগর ডিআই অফিসে বিক্ষোভ ডেপুটেশন দিল প্রাথমিক টেট উত্তীর্ণ প্রশিক্ষিত ঐক্য মঞ্চ।
পাশাপাশি তারা দাবি করেন, শিক্ষামন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীদের প্রতিশ্রুতি অনুযায়ী দ্রুত তাদের নিয়োগ করতে হবে। কোর্ট কেসের দোহাই দিয়ে কোনও ভাবেই তাদের প্রাইমারি নিয়োগ আটকে রাখা যাবে না। এছাড়া বঞ্চিত প্রাথমিক টেট উত্তীর্ণ ও ডিএলএড প্রশিক্ষিত প্রার্থীদের দ্রুত নিয়োগের দাবিতে তারা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেন।