আমাদের ভারত, মালদহ, ১৪ ডিসেম্বর: এনআরসি এবং ক্যাবের বিরোধীতায় মালদার কালিয়াচক এবং হরিশ্চন্দ্রপুরে রাস্তায় নেমে বিক্ষোভ দেখালো শতাধিক বাসিন্দারা। কালিয়াচকে অবরোধ করা হল ৩৪ নম্বর জাতীয় সড়ক। পাশাপাশি হরিশ্চন্দ্রপুর স্টেশনে লাইনের উপর পোড়ানো হলো টায়ার। যাত্রীবাহী ট্রেন থামিয়ে দেখানো হল বিক্ষোভ।
শনিবার দুপুর থেকেই মালদায় এনআরসি এবং ক্যাবের বিরোধীতায় উত্তপ্ত হয়ে ওঠে কালিয়াচক এবং হরিশ্চন্দ্রপুর এলাকা। এদিন নাগরিক সংশোধনী বিলের বিরোধীতা করে রাস্তা অবরোধ করে বিক্ষোভ হয় কালিয়াচকে। বিক্ষিপ্তভাবে ৩৪ নম্বর জাতীয় সড়কের ওপর পোড়ানো হয় টায়ার।
অন্যদিকে হরিশ্চন্দ্রপুর স্টেশনে প্রায় তিন ঘন্টা ধরে চলে ট্রেন অবরোধ করে গ্রামবাসীদের বিক্ষোভ।