জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২১ জুলাই: এক মাস ধরে এটিএম এজেন্সি কর্তৃপক্ষ একটি বিরাট অঙ্কের টাকার হিসাব খুঁজে পাচ্ছিল না। মেদিনীপুর শহরের এটিএমগুলিতে টাকা ঢোকানোর পর উধাও হয়ে যাচ্ছিল লক্ষ লক্ষ টাকা। এক মাসে প্রায় ১ কোটি ২১ লক্ষ ৮৪ হাজার টাকার গড়মিল ধরা পড়ে। বিষয়টি এটিএম কর্তৃপক্ষকে ভীষণ উদ্বেগের মধ্যে ফেলে দেয়। এরপর তারা মেদিনীপুর কোতোয়ালী থানার দ্বারস্থ হন।
পুলিশ অভিযোগ পেয়ে তদন্তে নামে এবং সর্ষের মধ্যেই ভূত আবিষ্কার করে। তদন্তে দেখা যায় এজেন্সি কর্মীরা
এটিএমগুলিতে টাকা ঢোকানোর সময় টাকা উধাও করে দেয়। সোমবার মেদিনীপুর শহরের আবাস এলাকা থেকে সুদীপ ঘোষ ও শুভদীপ কুলোভি নামে দুই কর্মীকে গ্রেপ্তার করে। এরপর যুগ্নুতলা এলাকা থেকে অন্য আরেক জনকে গ্রেপ্তার করা হয়। তাদের প্রত্যেকেরই বয়স কুড়ি থেকে ত্রিশ বছরের মধ্যে।
মঙ্গলবার অভিযুক্ত ওই তিন কর্মীকে মেদিনীপুর সিজেএম আদালতে তোলা হলে বিচারক ৯ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। এটিএমের টাকা আত্মসাতের ঘটনায় ওই তিন কর্মী নাকি আরও বড় কোনও চক্র জড়িত রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।