স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৭ ফেব্রুয়ারি: ফাঁড়ির কর্তব্যরত পুলিশ অফিসার নাইট ডিউটি করার সময় বেরা কামগাছি এলাকার পথের ধারে শুয়ে থাকতে দেখে এক অজ্ঞাত পরিচয় ছেলেকে। তাহেরপুর থানার বীরনগর এলাকার ঘটনা। এরপর তাকে জিজ্ঞেস করতেই জানতে পারেন ছেলেটির বাড়ি বিহারে। বিহারের লেহেরী থানায় যোগাযোগ করেন তাহেরপুর থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ছেলেটি গত ২৪ ফেব্রুয়ারি বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান, এরপর বিহারের লেহেরি থানায় পরিবারের পক্ষ থেকে একটি মিসিং ডায়েরি করা হয়। এরপরই পরিবারের সাথে যোগাযোগ করে পুলিশ। জানা যায়, ছেলেটির নাম বিবেক কুমার সিনহা, বয়স আনুমানিক ২২ বছর। খবর পেয়ে বিহার থেকে ছুটে আসে পরিবারের লোকজন। তাকে তুলে দেওয়া হয় পরিবারের হাতে। তাদের ছেলেকে ফিরে পেয়ে খুশি পরিবার। পরিবারের পক্ষ থেকে পুলিশ প্রশাসনকে কুর্নিশ জানিয়েছেন।