পুলওয়ামায় ফের সন্ত্রাসবাদী হামলার মুখে পড়ল জওয়ানরা, নিহত ১

আমাদের ভারত, ২১ মে: পুলওয়ামায় ফের সন্ত্রাসবাদী হামলার মুখে পড়ল জওয়ানরা। এই হামলায় প্রাণ হারিয়েছেন একজন পুলিশ অফিসার। গুরুতর আহত হয়েছেন আরও একজন জওয়ান। এছাড়া অল্প আহত হয়েছেন বেশ কিছু পুলিশ অফিসার ও জওয়ান বলে জানা গেছে।

কাশ্মীরে পুলিশের তরফে জানানো হয়েছে, পুলওয়ামায় বৃহস্পতিবার সেন্টার রিজার্ভ পুলিশ ফোর্স এবং জম্মু-কাশ্মীরের পুলিশকে লক্ষ্য করে হামলা চালায় সন্ত্রাসবাদীরা। পুলওয়ামার প্রিচুতে পুলিশ এবং সিআরপিএফ চেক পয়েন্টে লক্ষ্য করে হামলা চালায় সন্ত্রাসবাদীরা। আর তাতে সেখানেই দুই পুলিশকর্তা জখম হন। আহত হন সিআরপিএফ জাওয়ানরা।

ইতিমধ্যেই সন্ত্রাসবাদীদের ধরতে এলাকা ঘিরে ফেলেছে পুলিশ। দুজন পুলিশ অফিসার গুরুতর জখম হয়েছেন হামলার ঘটনায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যেই একজন যন্ত্রণায় ছটফট করতে করতে হাসপাতালেই মারা গেছেন।

হামলার পরে উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে যান। বুধবারই শ্রীনগরের কাছে বিএসএফ ক্যাম্পে হামলা চালিয়েছিল সন্ত্রাসবাদীরা। সেখানেও প্রাণ হারিয়েছিল ২ বিএসএফ জওয়ান। তারপর আবার বৃহস্পতিবার এই জঙ্গি হামলার ঘটনা ঘটল পুলওয়ামায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *