আমাদের ভারত, ১৪ নভেম্বর:আবার হরিয়ানার গুরগাঁওতে প্রকাশ্যে নামাজ পড়ার বিরোধিতা করতে দেখা গেল হিন্দুত্ববাদীদের। সেখানে ১২-এ সেক্টর এলাকায় নমাজ পড়ার স্থান দখল করে ভলিবল কোর্ট তৈরি করার দাবি করেছেন তারা।
প্রতিবাদকারীরা জানিয়েছেন ওই পার্ক এলাকায় তারা ভলিবল কোর্ট তৈরি করে খেলার জায়গা তৈরি করবেন। তারা চান না সেখানে নমাজ পড়া হোক। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী সেখানে বসে থাকা বিক্ষোভকারীদের অন্যতম প্রমিলা কাহার জানিয়েছেন, “আমরা এখানে শান্তিপূর্ণভাবেই বসে রয়েছি। কিন্তু এখানে কোন ভাবেই নমাজ পড়তে দেওয়া হবে না। এখানে আমরা খেলব।”
আরও এক প্রতিবাদী বীর যাদব জানিয়েছেন,” আমরা এখানে নেট টাঙাবো ভলিবল কোর্ট তৈরি করব। বাচ্চারা এখানে খেলবে।” যদিও এই ঘটনা কোনও নতুন ঘটনা নয়। গত কয়েক সপ্তাহ ধরে গুরগাঁও সহ পার্শ্ববর্তী এলাকায় রাস্তা তথা প্রকাশ্য জায়গায় নমাজ পড়ার বিরুদ্ধে এভাবেই বিক্ষোভ দেখাচ্ছেন হিন্দুত্ববাদী সংগঠনের নেতা-কর্মীরা। আগের সপ্তাহে এই ১২-এ এলাকা ও আর একটি নমাজ পড়ার জায়গায় তারা গোবর্ধন পুজোর আয়োজন করেছিলেন। ফলে সেখানে নমাজ পড়া বন্ধ ছিল।
মুসলিম সংগঠনের তরফে জানানো হয়েছে, আপাতত তারা ওখানে নমাজ পড়বেন না। হিন্দুদের সঙ্গে তাদের সমস্যা যতদিন না মিটছে তারা সেখানে নমাজ পড়তে যাবেন না। গত সপ্তাহে গুরগাঁও প্রশাসনের তরফে আটটি স্থান থেকে নমাজ পড়ার অনুমতি প্রত্যাহার করে নেওয়া হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওইসব জায়গায় নমাজ পড়া নিয়ে আপত্তি ওঠার কারণেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
হিন্দুত্ববাদী নেতাদের দাবি, হয় মসজিদে কিংবা ঘরে বসে নামাজ পড়া হোক তাতে তাদের কোনো আপত্তি থাকবে না। কিন্তু সাধারণ মানুষের ব্যবহারযোগ্য রাস্তায় বা খোলা জায়গায় নমাজ পড়া যাবে না।