আমাদের ভারত, ৩১ আগস্ট: ফের প্রকাশ্যে চলে এল আগ্রসী চিনা সেনার ষড়যন্ত্র। গত ২৯ ও ৩০ আগস্ট পূর্ব লাদাখ সীমান্তে ফের সংঘাতে জড়িয়েছে ভারত ও চিনের সেনা। প্যাংগং লেকের কাছে চিনের আগ্রাসন প্রতিহত করেছে ভারতীয় সেনা। সোমবার ভারতীয় সেনা তরফে বিবৃতি জারি করে এমনটাই জানানো হয়েছে। তবে শুধু ভারতের মাটিতে ঢুকে আসার চেষ্টাই নয়। সীমান্তের খুব কাছ দিয়ে পঞ্চম জেনারেশনের জে২০ যুদ্ধবিমান মোতায়েন করেছে বেজিং। আর এই সব থেকে স্পষ্ট পরিকল্পনামাফিক লাদাখ সীমান্তে আবারও উত্তেজনা তৈরি করতে চাইছে চিন।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী গত কয়েকদিন ধরেই ভারত-চিন সীমান্তে জে২০ বিমানের আনাগোনা বৃদ্ধি পেয়েছে। ভারতের নতুন করে অনুপ্রবেশের চেষ্টার আগেই চিনা যুদ্ধ বিমানের এই তৎপরতা দেখা গিয়েছে। লাদাখ সীমান্তে অবস্থিত চিনের হোতান এয়ারবেসে রাখা হয়েছে এই জে-২০ যুদ্ধবিমান গুলিকে।
তবে ভারতীয় সেনাও সর্বক্ষণ সীমান্তে নজর রেখেছে। চিনের কোন রকম অনুপ্রবেশের চেষ্টাকে বরদাস্ত করা হবে না বলে জানানো হয়েছে সেনার তরফে। ইতিমধ্যে আম্বালা এয়ারবেসে পাঁচটি রাফাল যুদ্ধবিমান এসেছে। যা চিনা যুদ্ধবিমানের থেকে কয়েক গুণ এগিয়ে। আগামী ১০ সেপ্টেম্বর সেগুলি আনুষ্ঠানিকভাবে ভারতীয় বায়ুসেনায় যুক্ত করা হবে।
আর এই পরিস্থিতিতে ফের সীমান্তে উত্তেজনা বাড়িয়েছে চিন। গত দুদিন প্যাংগং লেকের দক্ষিণ প্রান্ত দিয়ে ভারতের জমিতে ঢোকার চেষ্টা করে লাল ফৌজ। কিন্তু ভারতীয় সেনা তৎপরতায় সেই চেষ্টা ভেস্তে গিয়েছে। চিনা লাল ফৌজকে বাধা দিলে ভারতীয় সেনার সঙ্গে একপ্রস্থ সংঘর্ষ হয়েছে বলে খবর । ১৫ জুনের পর ফের ২৯ ও ৩০ আগস্ট ওই এলাকায় পরিস্থিতি উত্তপ্ত হয়েছে বলে সেনার তরফে জানানো হয়েছে।
ভারতীয় সেনার জনসংযোগ আধিকারিক কর্নেল আমান জানিয়েছেন প্যাংগং লেকের দক্ষিনে ঘাঁটি গেড়ে বসে ছিল লাল ফৌজ। প্যাংগং লেকের জলে তাদের হাইস্পিড ইন্টারসেপ্টর বোট ঘোরাফেরা করতে দেখা গিয়েছিল। এবার দক্ষিণাংশ দিয়ে ভারতীয় সেনা নিয়ন্ত্রণাধীন এলাকায় ঢুকে পড়ার চেষ্টা করে চিনা বাহিনী। তবে তাদের এই চেষ্টা প্রতিহত করেছে ভারতীয় সেনা।

