কলকাতায় ফের অঙ্গ দান , গ্রিন করিডর করে অঙ্গ যাচ্ছে মেডিকেল কলেজ এবং অ্যাপোলোয়

ছবি: সুজয় কর্মকার।
সৌভিক বন্দ্যোপাধ্যায়, কলকাতা, ২০ জানুয়ারি:
কলকাতায় ফের অঙ্গদান। পথ দুর্ঘটনায় জখম যুবকের মস্তিষ্কের মৃত্যু হয় এসএসকেএম হাসপাতালে। মৃতের নাম সুজয় কর্মকার। বয়স ২০ বছর। কাঁচরাপাড়া কলেজের দ্বিতীয় বর্ষের পড়ুয়া। তাঁর পরিবারের লোকজনই অঙ্গ দানের সিদ্ধান্ত নিয়েছে।

হরিণঘাটা কলেজের পরীক্ষার সিট পড়েছিল। ৭ জানুয়ারি বন্ধুর মোটরসাইকেলে করে পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিলেন সুজয়। মোহনপুরের কাছে দুর্ঘটনায় পড়ে তাঁদের মোটরবাইক। ঘটনাস্থলেই মৃত্যু হয় পাপন ঘোষ নামে মোটরসাইকেল চালকের। পাপনের পেছনেই বসে ছিলেন সুজয়।
গুরুতর জখম অবস্থায় হরিণঘাটা হাসপাতাল, কল্যাণী হয়ে এসএসকেএম-এ আনা হয় সুজয় কর্মকারকে। সুজয়ের মস্তিষ্কের মৃত্যুর কথা ঘোষণা করেন চিকিৎসকেরা।


ছবি: বাগুইআটির অমল হালদার যিনি হৃদয় পাচ্ছেন।

তখন, পরিবারের তরফে অঙ্গদানের সিদ্ধান্ত নেওয়া হয়। সেইমত হৃদযন্ত্র যাচ্ছে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে। দেওয়া হবে বাগুইহাটির অমল হালদার।লিভার যাবে অ্যাপোলো হাসপাতালে। দুটি কিডনিও দান করা হবে এসএসকেএমে দু’জন রোগীকে। সেইমত এই রোগীদের প্রস্তুত করা হচ্ছে।
দুটি পৃথক গ্রিন করিডোর করা হয়েছে এসএসকেএম থেকে কলকাতা মেডিকেল কলেজ এবং অ্যাপোলো পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *